সোমবার, ২০ মে ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু ঘটনায় ড্রাইভার ও ট্রাক আটক বাকলিয়া থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, প্রচারণার মাঠে প্রার্থীরা এভারেস্টে জয়ী বাবর আলীর বাড়িতে খুশির বন্য সিএমপি সদরঘাট থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা: মেয়র রেজাউল ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের সড়ক নির্মাণের উদ্বোধন দামপাড়া পুলিশ লাইন্সে অগ্নিনিরাপত্তা বিষয়ক তাত্ত্বিক ও হাতেকলমে প্রশিক্ষণ কোতোয়ালী থানার অভিযানে ৬৫,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

দাম বৃদ্ধি বাজারে নাই সংকট এবার দেশি নারকেলে চাহিদা পূরণ!

মর্নিং প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭ জন পড়েছেন

মোহাম্মদ জামশেদুল ইসলাম

শীতশৈতপ্রবহ দেশ ঝুডে, শীতের এমন সময়েই কদর বাড়ে নারকেলের। শীত মানেই নতুন চাল, দুধ, গুড় ও নারকেলের মুখরোচক পিঠা।আগামীমাস হতে না হইতে চলে আসছে রমজান। রমজান মাসজুড়ে চলে পিঠা ছাড়াও নানা মিষ্টান্ন তৈরির খবার, যেকোনো পিঠাজাতীয় খবার তৈরিতে ব্যাবহারিত হয় নারকেল ।এখন শীতের দিন প্রায় গ্রামে সব ঘরে তৈরি হয় নানারকমে পিঠা, সেই সুবাদে নারকেলেরও চাহিদা বেশি, তাই দামও বাড়তি জানিছে পাইকারি বাজার  খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলেছেন,  রমজানের জন্য যথেষ্ট পরিমাণ পণ্য রয়েছে। ফলে সংকট থাকবে না। কিন্তু নারকেলের দাম ‘বাড়তি’ থাকবে ঈদ পর্যন্ত। এছাড়া এবার এখনো নারকেল আমদানি হয়নি। দেশি নারকেলে পূরণ হচ্ছে চাহিদা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) খাতুনগঞ্জ ঘুরে জানা গেছে,  প্রতি একশো নারকেল বিক্রি হচ্ছে ৯ /১০হাজার টাকা দরে। সে হিসাবে প্রতিজোড়া নারকেলের পাইকারি দর ১৮০ /২০০টাকা। তবে সেটি হাত ঘুরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়। নারকেলের এমন দাম আগামী ঈদ পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এছাড়া নারকেলের সাইজ অনুযায়ী দামও বাড়ে-কমে।পাইকারি বিক্রেতারা বলছেন, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে নারকেল আসে। পরে এগুলো চট্টগ্রাম নগর এবং উপজেলার বিভিন্ন স্থানে বিক্রির জন্য খুচরা বিক্রেতারা নিয়ে যায়। প্রতি একশো নারকেলের পাইকারি দাম ১ থেকে ২ হাজার বেড়ে এখন বিক্রি হচ্ছে ৯/১০ হাজার টাকায়। অর্থাৎ প্রতিটি নারিকেলের পাইকারি মূল্য ৯০/৯৫/১০০ টাকা। আর সেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। অথচ মাস তিনেক আগেও  পাইকারি বাজারে ছিল প্রতি একশো৭/ ৮ হাজার টাকা আর প্রতিটি৭০/ ৮০ টাকা দরে।খাতুনগঞ্জের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বাজারে নারকেলের একটু সংকট আছে। আর শীতকাল হিসেবে নারকেলের চাহিদাও বেশি। তবে, নারকেল তো আর পেঁয়াজ, ডাল, আদা, রসুন এসবের মতো সচরাচর চলে না। মানুষের যখন প্রয়োজন হয়; তখন কিনে। না হয় নারকেল আড়তেই পড়ে থাকে। যার প্রয়োজন হয়, সে কিনে। এবার নারকেল শুধু লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে। দেশের বাইরে থেকে বিশেষ করে মিয়ানমার থেকে নারকেল এলে দাম একটু কমতে পারে। এছাড়া শীতের মৌসুম থাকায় নারকেলের চাহিদা একটু বেশি।

এমন দাম আগামী ঈদ পর্যন্ত থাকতে পারে। এদিকে, নগরের ঝাউতলা বাজারের খুচরা ব্যবসায়ী শাহ আমানত স্টোরের স্বত্তাধিকারী মো. নুরুল আলম বলেন, ‘আমরা খুচরা পর্যায়ে প্রতিজোড়া নারকেল ২৪০ থেকে ২৬০ বা ২৭০টাকায় বিক্রি করি। শীতকালে নারকেলের চাহিদা থাকে। তবে শীত শেষ হলে নারকেল তেমন একটা বিক্রি হয় না। শীতের সময় এমনিতেও নারকেলের দাম একটু বাড়তি থাকে।’ওই এলাকার আরেক ব্যবসায়ী জানিয়েছেন, তাদের একশো নারকেল ১১ হাজার টাকা করে কেনা পড়ে। অর্থাৎ প্রতিটি নারকেলের দাম ১১০ টাকা। এসব নারকেল তারা কিনেন পাহাড়তলী বাজার থেকে।অন্যদিকে খাতুনগঞ্জের এক পাইকারি ব্যবসায়ী বলেছেন, তারা একশো নারকেল বিক্রি করেন ৯ হাজার টাকা দরে। তবে খুচরা ব্যবসায়ীরা কেন ১১ হাজার টাকা করে কিনছেন সেটা জানি না।এদিকে, চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সময়ের কাগজ কে২৪-কে বলেন, ‘শীতকালে নারকেলের চাহিদা একটু বেশি। তবে এ বছর অন্য দেশ থেকে নারকেল আসেনি। দেশি নারকেল দিয়ে চলছে।’ বাজারে নারকেলের সংকট নেই জানিয়ে তিনি বলেন, ‘শুধু নারকেল নয়; কোনো পণ্যের সংকট নেই। প্রতিদিনই খাতুনগঞ্জে পণ্য আসছে। তবে সরবরাহ বাড়লেও খাতুনগঞ্জে এখন ক্রয়-বিক্রায় কম। ক্রেতা নেই বললেই চলে।’তিনি আরও বলেন, ‘সামনে রমজানকে ঘিরে যেসব পণ্য প্রয়োজন; সেসব পণ্য ধীরে ধীরে খাতুনগঞ্জে ঢুকছে। একইসঙ্গে পণ্যের সরবরাহ ঠিক থাকায় দাম কমতে শুরু করেছে। তাই রমজানে কোনো ধরনের সংকট থাকবে না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৪ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার