বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হাটহাজারী পার্বতী স্কুল মাঠে মাসব্যাপী মেলা বন্ধ করল জেলা প্রশাসন আনন্দিপুরের ‘রাক্ষসী’ নালা আবারো মনে করিয়ে দিলো হুমায়রার মৃত্যুর কথা ফেসবুক স্ট্যাটাসের জেরে সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি, নিন্দা সাংবাদিক মহলে ছাত্রলীগ পুনর্বাসনের আড়ালে বটবাহিনী পরিচালনার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে শীর্ষক মাদক বিরোধী কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার তাৎক্ষণিক জিপিএ-৫ সংববর্ধনা শফিউল বারী বাবু ছিলেন বিএনপির রাজনীতির এক নির্ভিক সৈনিক – নাজিমুর রহমান কর্ণফুলী মেরিন ড্রাইভ প্রকল্পে ভূমি অধিগ্রহণেও দুর্নীতি: জসিম-অসীম গংয়ের হাতে বঞ্চিত সাধারণ মানুষ শমসের আলী, আগের দরবেশ এখন পুরোদমে চাঁদাবাজ, নাম ভাঙাচ্ছেন বিএনপির বাকলিয়ায় রহস্যময় ডাকাতি: চুরি করে ফ্রিজ, রান্না করে খেল মাছ-মাংস!
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বাকলিয়া বাস্তহারা বহুমূখী সমবায় সমিতির দোয়া মাহফিল 

চট্টলা মর্নিং:
  • প্রকাশিত : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৪ জন পড়েছেন

চট্টলা মর্নিং:

 

 

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী নুরুল হক বলেন, মনে রাখতে হবে এই দেশ স্বাধীন করেছে গরীব কৃষক, মুটে মজুর সাধারন শিক্ষার্থী, গ্রামের সহজ সরল যুবকশ্রেণি। আমরা যেন তাদেরকে ভুলে না যাই। বঙ্গবন্ধু আজন্ম লড়েছেন এইসব সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে। আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য ত্যাগ করতে হবে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে রফিকুল আলম রুবু বলেন, এই জাতি কখনো পরাধীনতার শৃঙ্খলে বাধা পরেনি, কেউ বেধে রাখতে পারেনি। স্বাধীনতা আমাদের অস্থিমজ্জায় আর রক্তকণিকায় প্রবাহিত। তাইতো সেইদিন পশ্চিম পাকিস্তানীরা শত জুলুম করেও আমাদের দাবাইয়া রাখতে পারেনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাবু উত্তম কুমার সুশীল বলেন,আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকটি কাজ যদি দেশের তরে করি, তাহলেই দেশ আরো এগিয়ে যাবে। পুরো বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী সোনার বাংলায় পরিণত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজী নুরুল হক-কাউন্সিলর ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,রফিকুল আলম রুবু-সাবেক সভাপতি,হাজেরা তুজু ডিগ্রি কলেজ ছাত্রলীগ ও মহানগর যুবলীগ নেতা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু উত্তম কুমার সুশীল-সভাপতি,বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ,অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ সালাউদ্দিন-সাধারণ সম্পাদক বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ শওকত ইসলাম সজল,সহ-সভাপতি,বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ
কাউছার খান,সাধারন সম্পাদক – বাস্তহারা জামে মসজিদ কমিটি,মো আইয়ুব,সাধারন সম্পাদক -খেতচর জামে মসজিদ কমিটি ,মো: কামাল উদ্দীন,নোমান সাইফ- এ.জি.এস ইসলামিয়া কলেজ ছাত্র শংসদ, মোঃ ফারুক-অর্থ সম্পাদক,বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ
,প্রচার সম্পাদক শাহাবউদ্দীন,সদস্য রনি দাশ,বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ,মোম্মদ ইসমাইল,বাপ্পী,ডাক্তার জয়
,আরোও উপস্থিত ছিলেন,মো: রুবেল, ব্যবসায়ী,ইসমাইল সিকদার,রাসেল ইমন-সভাপতি,কর্ণফুলী ফুটন্ত ফুল একতা সংঘ,সনিয়ির সদস্য জয়নাল আবেদীন মিজান,জুনয়িরদের মর্ধ্যে তানভীর,আরফাত,রাকিব জিসান,আরিফ সহ অনেকে।

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইব্রাহিম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৪ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার