চট্টলা মর্নিং:
মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী নুরুল হক বলেন, মনে রাখতে হবে এই দেশ স্বাধীন করেছে গরীব কৃষক, মুটে মজুর সাধারন শিক্ষার্থী, গ্রামের সহজ সরল যুবকশ্রেণি। আমরা যেন তাদেরকে ভুলে না যাই। বঙ্গবন্ধু আজন্ম লড়েছেন এইসব সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে। আমাদের দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য ত্যাগ করতে হবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে রফিকুল আলম রুবু বলেন, এই জাতি কখনো পরাধীনতার শৃঙ্খলে বাধা পরেনি, কেউ বেধে রাখতে পারেনি। স্বাধীনতা আমাদের অস্থিমজ্জায় আর রক্তকণিকায় প্রবাহিত। তাইতো সেইদিন পশ্চিম পাকিস্তানীরা শত জুলুম করেও আমাদের দাবাইয়া রাখতে পারেনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাবু উত্তম কুমার সুশীল বলেন,আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকটি কাজ যদি দেশের তরে করি, তাহলেই দেশ আরো এগিয়ে যাবে। পুরো বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী সোনার বাংলায় পরিণত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজী নুরুল হক-কাউন্সিলর ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,রফিকুল আলম রুবু-সাবেক সভাপতি,হাজেরা তুজু ডিগ্রি কলেজ ছাত্রলীগ ও মহানগর যুবলীগ নেতা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু উত্তম কুমার সুশীল-সভাপতি,বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ,অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ সালাউদ্দিন-সাধারণ সম্পাদক বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোঃ শওকত ইসলাম সজল,সহ-সভাপতি,বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ
কাউছার খান,সাধারন সম্পাদক - বাস্তহারা জামে মসজিদ কমিটি,মো আইয়ুব,সাধারন সম্পাদক -খেতচর জামে মসজিদ কমিটি ,মো: কামাল উদ্দীন,নোমান সাইফ- এ.জি.এস ইসলামিয়া কলেজ ছাত্র শংসদ, মোঃ ফারুক-অর্থ সম্পাদক,বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ
,প্রচার সম্পাদক শাহাবউদ্দীন,সদস্য রনি দাশ,বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ,মোম্মদ ইসমাইল,বাপ্পী,ডাক্তার জয়
,আরোও উপস্থিত ছিলেন,মো: রুবেল, ব্যবসায়ী,ইসমাইল সিকদার,রাসেল ইমন-সভাপতি,কর্ণফুলী ফুটন্ত ফুল একতা সংঘ,সনিয়ির সদস্য জয়নাল আবেদীন মিজান,জুনয়িরদের মর্ধ্যে তানভীর,আরফাত,রাকিব জিসান,আরিফ সহ অনেকে।
সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইব্রাহিম।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ