ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’–এর ৯২২টি শূন্য পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এ পদের জব আইডি-১০১৮০।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’–এর ৯২২টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের উদ্দেশ্যে ১০ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ১০ হাজার ৫৭৪ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ উত্তীর্ণ প্রার্থীদের এবার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
মদিনা মনোয়ারা প্লাজা,৩য় তলা শাহ আমানত সংলগ্ন রোড়
বাকলিয়া চট্টগ্রাম
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ