গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ সাকিব (২২), পিতা-মোঃ মীর হোসেন, মাতা-শাহানাজ আক্তার শানু শাহানা বেগম, স্ত্রী-মোছাঃ বৃষ্টি আক্তার, স্থায়ী ঠিকানা-ভাটিয়ারী চৌধুরী হাট, কলেজ গেইটের পশ্চিম পাশে, ভূঁইয়া গাজী বাড়ী, থানা-সীতাকু-, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা-টেনারী বটতল, আল-আমিন গার্মেন্টস এর পাশে জহির ষ্টোর এর আগে, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ রাশেদুল আলম প্রঃ রাশেদ (৩০), পিতা-মোঃ ইউসুফ আলী, মাতা-রাবেয়া বেগম, স্ত্রী-শারমিন আক্তার, স্থায়ী ঠিকানা-সাইটুলা, তোফাজ্জল এর বাড়ি, ৪নং সিন্দুরখান ইউপি, পোঃ জানাউরা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, বর্তমান ঠিকানা-ফতেয়াবাদ, স্টেশন রোডের পশ্চিম পাশে, আমতলীর আগে সন্দ্বীপ কলোনী, সিরাজের বাড়ির ভিতরে রিজিয়ার ঘর, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম।
উক্ত বিষয়ে বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাকলিয়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে (মামলা/জিডি)-বাকলিয়া থানার মামলা নং-৩৮, তারিখ-২৫/১২/২০২৩খ্রিঃ, ধারা- ৩৮০ পেনাল কোড রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ