চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চালক ঐক্য পরিষদের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক ও কর্মচারী লীগের (সিবিএ) নেতৃত্বে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন।
সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগ সিবিএ’র সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বখতিয়ার উদ্দিন খান। বক্তব্য রাখেন চসিক নব নির্বাচিত চালক ঐক্য পরিষদের সভাপতি মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক এলেন মুন্সি।
উপস্থিত ছিলেন-সিবিএ’র সিনিয়র সহসভাপতি জাহিদুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল মাসুদ, আইন সম্পাদক ফরিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম, সাগরিকা শাখার সভাপতি শফিকুল ইসলম, সদস্য দিলীপ দাশ, যোগেশ দাশ, চসিক চালক ঐক্য পরিষদের নব নির্বাচিত সহ সভাপতি পুলক কুমার দে, মো. ফয়েজ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন রাজু, দপ্তর সম্পাদক, মো. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আরিফ মুঈনুদ্দিন, সহ অর্থ সম্পাদক মো. শেখ সেলিম, প্রচার সম্পাদক লক্ষণ দাশ, সহ প্রচার সম্পাদক রাশেদা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম।
সাক্ষাতকালে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী চসিক চালক ঐক্য পরিষদের নব নির্বাচিত পরিষদের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নব নির্বাচিত চালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মেয়র বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর থেকে আপনাদের ন্যায্য দাবিগুলো পুরণে কাজ করছি। ইতোমধ্যে প্রায় সাড়ে ৫শত কর্মচারীর চাকরি স্থায়ী করা হয়েছে। দৈনিক ভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধিসহ তাদের অবসরোত্তর আনুতোষিক ৫ লক্ষ টাকা নির্ধারন করেছি। মেয়র আরো জানান, পর্যায়ক্রমে আপনাদের ন্যায্য দাবীগুলো পুরন করা হবে ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ