আবুল হাসনাত মিনহাজ-চট্টগ্রাম
১৪ ডিসেম্বর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির নভেম্বর-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নভেম্বর-২০২৩ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কার রেস সংক্রান্ত ঘটনায় আসামিসহ ০৮টি প্রাইভেট কার জব্দ, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার ও হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার, চোৱাই মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার, নাশকতার মামলায় ০৭টি ককটেল সহ আসামি গ্রেফতার, বিপন্ন প্রজাতির প্রাণী উদ্ধার, ভূয়া পুলিশ গ্রেফতার, জিডিমূলে ৪২টি মোবাইল উদ্ধার, জিডিমূলে ৭০টি মোবাইল উদ্ধার, বাসে অগ্নিসংযোগের ঘটনায় আসামি গ্রেফতার, চুরি যাওয়া স্বর্ণ ও অর্থ উদ্ধার এবং আসামি গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং আসামি গ্রেফতার, চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম ও আসামি গ্রেফতার, জিডিমূলে ১৯টি মোবাইল উদ্ধার, চোরাই মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে সকল স্তরের ৩৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এসময় সিএমপি বাকলিয়া থানার এসআই মোঃ সোহেল রানা শ্রেষ্ঠ অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৪ ডিসেম্বর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপির নভেম্বর-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়,বিপিএম (বার), পিপিএম (বার) এর কাছ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট সার্টিফিকেট গ্রহণ করেন বাকলিয়া থানার এসআই মোঃ সোহেল রানা।
এসআই মোঃ সোহেল রানার এই সফলতায় সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ সবাই খুবই সন্তুষ্ট। তাদের প্রত্যাশা সোহেল রানা যেন সম্মান ধরে রাখতে পারে এবং জীবনে আরো বেশি উন্নতি লাভ করে।
এসআই মোঃ সোহেল রানা বাকলিয়া থানায় যোগদানের পর থেকে ধারাবাহিকভাবে সফলতার সাথে মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও জঙ্গীবাদের অভিযান অব্যাহত রেখেছে।তার এই কর্মদক্ষতা, সফলতা ও সাহসীকতার কারনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই সম্মাননা প্রদান করে।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
সভায় সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের তাদের আওতাধীন এলাকায় মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। এছাড়াও ট্রাফিক বিভাগকে আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ