সিএমপির বাকলিয়া থানার অভিযানে জুয়া খেলার দুই বান্ডেল তাস ও নগদ ১,০৯০ (এক হাজার নব্বই) টাকাসহ ০৫ জন জুয়াড়ী আটক করা হয়।
সিএমপির বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মো.আফাতাব হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসারসহ অভিযান ডিউটি করাকালে গত ১৯ রাত ২২.৪৫ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন বাস্তুহারা নোমান কলেজ রোডস্থ দোতলা মসজিদের পাশে ডেকোরেটর দোকানের পাশের খালি জায়গায় থেকে ১। মোঃ আমির হোসেন (২৮), ২। মোঃ নাঈম (১৯), ৩। মোঃ তারেক (১৯), ৪। মোঃ মোরশেদ (৩২) ও ৫। মোঃ জুয়েল (২৫)-দেরকে আটক করেন।
ওই সময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার ০২ (দুই) বান্ডেল তাস ও নগদ ১,০৯০ (এক হাজার নব্বই) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ