মর্নিং প্রতিবেদক:
৩৬ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিউয়ন (সিইউজে)। স্বাধীনতাপূর্ব ও ১৯৭২ সাল থেকে শুরু ২০১৮ সাল পর্যন্ত যাঁরা চট্টগ্রাম সাংবাদিক ইউনিউনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন তাঁদেরকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সিইউজের উদ্যোগে ‘সিইউজে সম্মাননা স্মারক-২০২৪ ‘ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, একটি সাংবাদিক ইউনিয়নের আদর্শ-উদ্দেশ্য হচ্ছে, আসাংবাদিকতা পেশায় নিয়োজিত সকল সদস্যের পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকতা ও সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, সদস্যদের মজুরী ও চাকরী সংক্রান্ত স্বার্থ সংরক্ষণ, প্রয়োজনীয় ক্ষেত্রে সদস্যদের চাকরি পেতে সাহায্য করা, কোন সাংবাদিক পেশাগত কাজ করতে গিয়ে অসুবিধায় পড়লে তাকে সাহায্য করা সহ আরও অনেক বিষয় গুরুত্ব বহন করে। আজ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ম সাংবাদিকদের মান উন্নয়নে তা করে যাচ্ছে। পেশা হিসেবে সাংবাদিকতাকে প্রতিষ্ঠিত করতে বন্দর নগরী চট্টগ্রামে ব্যাপক সুযোগ রয়েছে।
এদিকে সংগ্রাম ও ঐতিহ্যের ধারক-বাহক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) দীর্ঘ যাত্রায় সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার আন্দোলনকে বেগমান করতে নিয়মিত প্রকাশ করে আসছে ‘বার্তাজীবী ‘ নামে সংগঠনের একটি মুখপত্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মঞ্জুর আলম বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিউনের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সিইউজে’র সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম.শামসুল ইসলাম প্রমুখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ