এবাদুল হক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনি এলাকায় আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিন দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের আইন-১ শাখার সহকারী সচিব মো. আল-আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন এবং তার আগের দুদিন ও পরের দুদিন (মোট ৫ দিন) দায়িত্ব পালন করবেন।
সারাদেশেরমতো চট্টগ্রামের ১৬টি নির্বাচনী আসনে ২৩ জনজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করছেন নির্বাচন কমিশন।চট্টগ্রামে নিয়োগপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদেরমধ্যে,চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে সহকারী জজফারজানা তাবাসসুম মেরী, সিনিয়র জুডিসিয়ালম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সিনিয়রজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইনমোহাম্মদ জোনাইদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটফারদিন মুস্তাকিম তাসিন।চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জুডিসিয়ালম্যাজিস্ট্রেট বেলাল হোছাইন, সহকারী জজ তৈয়বউদ্দিন,চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে সহকারী জজমুজিবুর রহমান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েলদেব,চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ম্যাজিস্ট্রেটআইরিন পারভিন, অতিরিক্ত চীফ জুডিসিয়ালম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম সরোয়ার,।চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে সিনিয়রজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পুনম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুরআক্তার নির্বাচনে দায়িত্ব পালন করবেন।চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে সিনিয়রজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা, সিনিয়রসহকারী জজ মো. হাসান জামান।চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে সিনিয়রসহকারী জজ মো. হেলাল উদ্দিন, সহকারী জজমোহাম্মদ মোস্তাফা।চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে মেট্রোপলিটনম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন, মেট্রোপলিটনম্যাজিস্ট্রেট অলি উল্লাহ।চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে সিনিয়রসহকারী জজ শামসুল আলম, জুডিসিয়ালম্যাজিস্ট্রেট নুরুল হারুন।চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে সিনিয়রজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার।চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে সিনিয়রজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাররাহুম আহমেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে।চট্টগ্রাম-১৩ (আনোয়ার) আসনে সিনিয়রজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল হক, সহকারী জজআবদুল মান্নান।চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে সিনিয়রজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা, সহকারী জজ কামাল উদ্দীন।চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে সহকারীজুডিসিয়াল সুব্রত দাশ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকাজী শরীফুল ইসলাম।চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটমো. আবদুল হামিদ, সহকারী জজ কাওসারমাহমুদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
Leave a Reply