নিজস্ব প্রতিবেদন:
ময়মনসিংহ ত্রিশালের নাগরিক সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিকের গ্রামের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলার নিন্দা জানিয়েছে ঢাকা সহ সারাদেশের একাধিক সাংবাদিক সংগঠন।
সাংবাদিক খায়রুল আলম রফিক অভিযোগ করেন, আমি আমার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে গত ৫ সেপ্টেম্বর ময়মনসিংহের ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ কোন ধরনের আইনী ব্যবস্থা গ্রহণ না করায় আজ ৯ সেপ্টেম্বর – ২০২৪ অনুমান ১২ ঘটিকার সময় বাসার সামনে গিয়ে কিশোর গ্যাং এর সদস্য বাবু ও তার সহকর্মীদের নিয়ে আমার শ্যালিকা (অন্তঃসত্ত্বা) নারীর উপর অতর্কিত হামলা চালিয়ে শিশুসহ ৪ জনকে আহত করা হয়। বর্তমানে মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক হিসেবে খায়রুল আলম রফিক অনেক ভালো লোক। তিনি সব সময় দুনীতি অনিয়ম নিয়ে সমাজের মাঝে অপরাধীদের তুলে ধরেন। চলমান পরিস্থিতিতে ছাত্রদের পক্ষে তার পত্রিকায় অনেক নিউজ ও করা হয়। সাংবাদিক রফিক নিজেকে সবসময় মানুষের উপকারে আসে এমন কাজ করে গেছে তাই কিছু মানুষের তার কাজকর্ম নিয়ে এগিয়ে যাওয়ায় হিংসা হচ্ছে তাই তারা একাধিক বার কিশোর গ্যাং দিয়ে হামলা করার চেস্টা চালাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, স্থানীয় কিশোর গ্যাং বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে রফিকের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে না পেয়ে বাসায় গিয়ে তার গর্ভবতী শ্যালিকাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। একজন মহিলার গায়ে হাত দেওয়া বড় অপরাধ। তাকে আমরা সহযোগিতা করে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে পাঠায়। এসময় আমরা একজনকে চিনতে পারি তার নাম বাবু।আরও অজ্ঞাত চার পাঁচ জন। এসময় তারা হুমকি দিয়ে বলেন, ‘খায়রুল আলম রফিক কিসের সাংবাদিক? তাঁকে দেখে নেব।’
খায়রুল আলম রফিকের পরিবার বলেন, সন্ত্রাসীরা তাকে প্রতিনিয়ত খুঁজছে এবং আমাদের হুমকি দিয়ে যাচ্ছে । আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আইনি কোন সহযোগিতা পাচ্ছি না।
এবিষয়ে ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply