বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মামলার আসামি হয়েও ফের চট্টগ্রামে পদায়ন ব্যবসার নামে ফয়সালের লাখ লাখ টাকা উত্তোলন, বিপাকে পাওনাদাররা লোকসানের নাটক দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ! রয়েল ক্যাপিটালের সিনিয়র এক্সিকিউটিভ বেলায়েত হোসেন নয়ন চাকরিচ্যুত হোটেল জামানের মালিকপক্ষের বিরুদ্ধে জবরদখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা, হালিশহর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার তরুণ লেখক সম্মেলন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন সম্পন্ন রাজাখালীতে অস্ত্রের মহড়া, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ফোরকান-ইকবাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের উপদেষ্টা হলেন মনিরুল ইসলাম ইউসুফ নাম পাল্টে কোটি টাকার প্রতারণা: রায়ন্স থেকে গ্লোবাল প্যাসিফিক, অয়ন ও তার বাবার চক্র মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার আম্বিয়া সেরীন আবাসিক এপার্টমেন্ট ভবনে
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সম্পন হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন

মর্নিং প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৯ জন পড়েছেন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।সরেজমিন দেখা গেছে, ভোটারা লাইন ধরে সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। ভোট প্রদানে তরুণদের মধ্যে উৎসাহ বেশি দেখা গেছে। ভোটাররা জানিয়েছেন, কোনো রকম সমস্যা হয়নি।সুন্দরভাবে পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পেরেছেন।

সমিতির মুখ্য নির্বাচনী কর্মকর্তা মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪৩ প্রার্থী অংশগ্রহণ করেন। ভোটার ছিলেন ৫ হাজার ৬৩৬ জন।এর মধ্যে ৪ হাজার ৪৪৯ জনের ভোট গ্রহণ হয়েছে। সোমবার ভোর চারটার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি–সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩ পদে জয় লাভ করেছে।অন্যদিকে আওয়ামী লীগ–সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় সাতটি পদে জয়ী হয়েছে।

এবারে নির্বাচনে সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ২ হাজার ৭৯৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের আবু মুহাম্মদ হাশেম পেয়েছেন ১ হাজার ৫৯৪ ভোট। নাজিম উদ্দিন চৌধুরী বর্তমান সভাপতি।সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মুহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ২ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।তাঁর প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের মোহাম্মদ ফখরউদ্দিন জাবেদ পেয়েছেন ২ হাজার ১০৭ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ আবদুল কাদের, সহসভাপতি পদে সমন্বয়ের মো. মাহফুজুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে ঐক্যের মোহাম্মদ কাশেম কামাল, অর্থ সম্পাদক পদে ঐক্যের কাজী মো. আশরাফুল হক আনসারী, পাঠাগার সম্পাদক পদে ঐক্যের আহমেদ কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মারুফ মো. মাজেবুল আলম জয়ী হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে সমন্বয়ের হাবিবুর রহমান এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে অভিজিত ঘোষ জয়ী হয়েছেন।

এ ছাড়া ১১টি নির্বাহী সদস্য পদের ৬টিতে ঐক্য পরিষদ, ৪টিতে সমন্বয় পরিষদ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেন।

সভাপতি পদে জয়ী মো. নাজিম উদ্দিন চৌধুরী প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞ। ভোটাররা যে জন্য তাকে নির্বাচিত করেছেন তা রক্ষায় কাজ করবেন। সাধারণ সম্পাদক পদে জয়ী মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) জানিয়েছেন, ভোটাররা তার প্রতি অভুতপূর্ভ ভালোবাসা দেখিয়েছেন। এ জন্য তিনি জয়ী হতে পেরেছেন। দলমত নির্বিশেষে সকলের কল্যাণের জন্য কাজ করবেন বলেও তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৫ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার