চট্টলা মর্নিং:
দেশে শীত আরও বেড়েছে,কমেছে তাপমাত্রা।মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একাধিক জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবার পর সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার সিধান্ত নিয়েছে সরকার।মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মেহেরপুর-চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে। এসব জায়গায় তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি। এছাড়া দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
শৈত্যপ্রবাহের কারণে ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ক্লাস শুরুর নির্দেশনা দেয়া হয়েছে।যদিও শীত কমার আপাতত কোনো সুখবর নেই। তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এদিকে তীব্র শীতের মধ্যেই এবার চার বিভাগে বৃষ্টি হতে পারে-এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, মৌলভীবাজার, বরিশাল, ভোলা ও কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে।
অধিদপ্তরের সর্বশেষ বুলিটিনে বলা হয়, আজ বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ১০ এর নিচে অবস্থান করছে। তারমধ্যে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, তেঁতুলিয়া ও রাজারহাট’র তাপমাত্রা ৮ এর নিচে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ থেকে শৈত্যপ্রবাহের কারণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু হচ্ছে। দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। সারাদেশে অব্যাহত শৈত্যপ্রবাহের কারণে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ