নৈতিক শিক্ষা শিশুদের মনোবিকাশ ঘটিয়ে তাদের প্রকৃত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষে পরিণত করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী।
রোববার কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম বলেন, আজকের শিশুরাই আগামীতে জাতিকে নেতৃত্ব দিবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক বিনিয়োগ করছেন। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিটি পরিবারকেও ভুমিকা রাখতে হবে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা নিশ্চিতের বিষয়ে। কারণ নৈতিক শিক্ষা শিশুদের মনোবিকাশ ঘটিয়ে তাদের প্রকৃত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষে পরিণত করে।
অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চসিকের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর নূর মোস্তাফা টিনু, সংরক্ষিত নারী কাউন্সিলর রুমকী সেন গুপ্ত, প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, অভিভাবক সদস্য মুহাম্মদ ইউছুপ, কাপাসগোলা কলেজের অধ্যক্ষ নুর বানু চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোমা বড়ুয়া। অনুষ্ঠানের আহবায়ক সিনিয়র শিক্ষক মমতাজ উদ্দিন, এম ভিক্ষু বোধিমিত্র উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ