চট্টলা মর্নিং:
শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষ্যে প্রদীপ প্রজ্জ্বলন, পুষ্পস্তবক অর্পণ ও নিরবতা পালন।শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষ্যে আজ সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রাম বধ্যভূমি প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন আয়োজনে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ।
এরপর পুষ্পস্তবক অর্পণ শেষে মহান স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হবার মাত্র দুইদিন আগে, অর্থাৎ ১৪ ই ডিসেম্বর মুনীর চৌধুরী, ড. আনোয়ার পাশা, শহীদুল্লা কায়সার, সেলিনা পারভীন, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, আলতাফ মাহমুদ, নিজামুদ্দীন আহমদ, ডা. আলীম চৌধুরী, রাশীদুল হাসান, সিরাজুদ্দীন হোসেন, গিয়াসউদ্দিন আহমদ, অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, ড. আবুল খায়ের, আ ন ম গোলাম মোস্তফা ও ডা. ফজলে রাব্বী প্রমুখসহ জাতির যেসব জ্যোতিষ্মান সন্তানদের আমরা হারিয়েছি তাঁদের স্মরণে নীরবতা পালন করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।
সেখানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply