চট্টলা মর্নিং প্রতিবেদন:
রিয়াজউদ্দিন বাজারে স্বর্ণ ব্যবসায়ী সুমন সাহাকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
গত ২৭ নভেম্বর দিবাগত রাতে নগরের রিয়াজউদ্দিন বাজারের আরএস টাওয়ার নামের একটি ভবনের দ্বিতীয় তলায় সুমন সাহাকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা লিপি রানী সাহার করা মামলায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে আসামি মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামিরা হলেন- মফিজুর রহমান ও নুর হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, রিয়াজউদ্দিন বাজারে স্বর্ণ ব্যবসায়ী সুমন শাহকে পিটিয়ে হত্যা মামলায় ২ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়।আদালত শুনানি শেষে ২ আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ