চট্টলা মর্নিং:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এঁর আগামী ২০-২২ ডিসেম্বর পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো।”রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের সাজেক সফর বাতিল হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে, রাষ্ট্রপতির সাজেক সফরকে কেন্দ্র করে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকে অবস্থিত সকল কটেজ-রিসোর্ট, ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সাজেক কটেজ মালিক সমিতি। সেই ঘোষণাও বাতিল করেছে কটেজ মালিক সমিতি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
মদিনা মনোয়ারা প্লাজা,৩য় তলা শাহ আমানত সংলগ্ন রোড়
বাকলিয়া চট্টগ্রাম
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ