চট্টলা মর্নিং:
শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘রোকেয়া পদক’ অনুষ্ঠান নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিনে পালন হয় রোকেয়া দিবস পালন হয়।এদিন রোকেয়া পদক দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলেরও জন্মদিন আজ। তার জন্য সবাই দোয়া করবেন।
নারীরা প্রতিটি সেক্টরে ভালো করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি, অর্থনীতি, প্রশাসন ও আইনশৃঙ্খলায় আমাদের মেয়েরা আছে। বর্ডার গার্ডে ছিল না, আমরা সে সুযোগ করে দিয়েছি। এখন বর্ডার গার্ডেও যাচ্ছে নারীরা। সশস্ত্র বাহিনী, সাংবাদিক ও তথ্যপ্রযুক্তিতেও নারীরা আছে। স্থানীয় সরকারেও তাদের অংশগ্রহণ আছে। মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা মেম্বার, সব যায়গায় নারী। কী নির্বাচিত কী মনোনীত, নারীরা সব যায়গায় ভালো করছে। সব ক্ষেত্রে যাতে নারীরা অগ্রগামী থাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দিতে ছেলেমেয়ে উভয়ে যেন দক্ষ হয়ে গড়ে উঠে সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। সে লক্ষ্যে পরিকল্পনাও গ্রহণ করেছি।দারিদ্র্য দূরীকরণে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে , ২১ ভাগ থেকে ৫.৬ ভাগে নেমেছে আমাদের অতিদরিদ্র্য। এটাও থাকবে না। আমরা অন্তত জমিসহ ঘর করে দিচ্ছি। তাতে তারা এগিয়ে যাচ্ছে। জাতির পিতা স্বাধীনতার পর নারীদের জন্য যে সুযোগ করে দিয়েছেন, সে পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি।
Leave a Reply