বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাটহাজারী পার্বতী স্কুল মাঠে মাসব্যাপী মেলা বন্ধ করল জেলা প্রশাসন আনন্দিপুরের ‘রাক্ষসী’ নালা আবারো মনে করিয়ে দিলো হুমায়রার মৃত্যুর কথা ফেসবুক স্ট্যাটাসের জেরে সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি, নিন্দা সাংবাদিক মহলে ছাত্রলীগ পুনর্বাসনের আড়ালে বটবাহিনী পরিচালনার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে শীর্ষক মাদক বিরোধী কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার তাৎক্ষণিক জিপিএ-৫ সংববর্ধনা শফিউল বারী বাবু ছিলেন বিএনপির রাজনীতির এক নির্ভিক সৈনিক – নাজিমুর রহমান কর্ণফুলী মেরিন ড্রাইভ প্রকল্পে ভূমি অধিগ্রহণেও দুর্নীতি: জসিম-অসীম গংয়ের হাতে বঞ্চিত সাধারণ মানুষ শমসের আলী, আগের দরবেশ এখন পুরোদমে চাঁদাবাজ, নাম ভাঙাচ্ছেন বিএনপির বাকলিয়ায় রহস্যময় ডাকাতি: চুরি করে ফ্রিজ, রান্না করে খেল মাছ-মাংস!
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

মাতৃভাষা দিবস উপলক্ষে যান চলাচলে সিএমপির নির্দেশনা

মর্নিং প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০২ জন পড়েছেন

 

 

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সড়কে যান চলাচলে একটি নির্দেশনা প্রদান করেছে নগর পুলিশ। মহান মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদা ও ভাব–গাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য সরকারিভাবে নগরীর চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণসহ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সুশৃঙ্খল ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে ট্রাফিক–দক্ষিণ বিভাগের উপ–পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা প্রদান করা হয় যে, আজ ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ১০টা থেকে নগরীর তিনপুল থেকে আমতল, আমতল থেকে নিউ মার্কেট ও সিনেমা প্যালেস থেকে রাইফেল ক্লাব রোডে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। নিউ মার্কেট থেকে আমতল রোডে দ্বিমুখী যান চলাচল বজায় থাকবে। এছাড়া তিনপুল মোড় থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস হয়ে আমতল পর্যন্ত একমুখী চলাচল বজায় থাকবে। আমতল, তিনপুল ও সিনেমা প্যালেস মোড়ে রোড ব্লক স্থাপন করে যানবাহনসমূহে ডাইভারশন দেওয়া হবে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণ ওয়াসা–কাজির দেউরী–নেভাল ক্রসিং–লাভ লেইন–বৌদ্ধ মন্দির–বোস ব্রাদার্স–রাইফেল ক্লাব হয়ে আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং পরবর্তীতে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন। এছাড়াও অন্যদিক থেকে আসা গাড়িসমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউমার্কেট মোড় ও তিনপুল (গোলাম রসুল মার্কেটের সামনে) ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানকেন্দ্রিক আগত যানবাহনসমূহ রাইফেল ক্লাব পার্কিং এরিয়া, থিয়েটার ইনস্টিটিউট থেকে সিনেমা প্যালেসগামী রাস্তা, তিনপুল থেকে এনায়েতবাজার রোড (জুবলী রোড), স্টেশন রোড ও নিউ মার্কেট থেকে কোতোয়ালী রোডে পার্কিং করতে পারবে। অনুষ্ঠানস্থলে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণ আমতল থেকে পায়ে হেঁটে শহীদ মিনারে (চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ) এসে ফুল দিয়ে পুনরায় আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবলী রোড হয়ে প্রত্যাবর্তন করবেন। নিউ মার্কেট ও তিনপুল ড্রপিং জোন হিসেবে ব্যবহারকারীগণ পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণপূর্বক পুনরায় উক্ত ড্রপিং জোনসমূহে গিয়ে গাড়িতে উঠবেন। পদযাত্রা ও প্রভাতফেরিতে অংশগ্রহণকারীগণ সুশৃঙ্খলভাবে রাস্তায় যান চলাচলের সুযোগ রেখে গমনাগমন করবেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৪ সুষ্ঠু, সুশৃঙ্খল ও যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সিএমপির ট্রাফিক–দক্ষিণ বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৪ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার