বর্তমানে চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজীজুর রহমান আজীজ।বিশেষ করে দলের তরুণ আর উদীয়মান নেতাদের কাছে হয়ে উঠেছেন এক অনুকরণীয় নেতা।
তার সফলতাকে প্রতিহিংসা করে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন একটি শক্তিশালী গ্রুপ।একসময় চট্টগ্রাম নগরে স্বেচ্ছাসেবক লীগ তেমন কোন আওয়াজ ছিলো না। ২১ বছর পর ২০২২ সালের মার্চে কেদ্রীয় কমিটি আজিজুর রহমান আজিজকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়ার পর প্রাণ ফিরে পায় নগর স্বেচ্ছাসেবক লীগ।
দলীয়,সামাজিক বিভিন্ন সভা-সেমিনারে রাজনৈতিক অঙ্গনে ফুটিয়ে তোলার প্রাণান্তকর চেষ্টা করছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ।তার এই সফলতাকে প্রতিহিংসা করে তার বিরুদ্ধে কেন্দ্রে নালিশ দেয়াসহ বিভিন্ন গুজব ছড়াচ্ছেন।সামাজিক যোগাযোগের মাধ্যমে সহ বিভিন্নভাবে মিথ্যা প্রচার প্রচারণা করে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজীজুর রহমান আজীজকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন শক্তিশালী গ্রুপটি।
তার কর্মীরা জানান,সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা প্রচারণা করায় আত্মসম্মান আঘাত লাগে,বিরোধীদল বিএনপি-জামায়াত জোটের ব্যর্থতা এবং ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন শক্তিশালী তাদের‘অসফলতা’।আমদের নেতার সফলতাকে প্রতিহিংসা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা প্রচার প্রচারণা করছে।আমাদের নেতার বিরুন্ধে মিথ্যা প্রচার এর তীব্র নিন্দা জানায়,এই রকম মিথ্যা ভিত্তিহীন কোন প্রচার করলে আমরা আন্দোলন এ নামবো। নেতাদের বিরুন্ধে বিভিন্ন ইস্যু নিয়ে সরকার-বিরোধীরা নানা কর্মকান্ড সামনের দিকে এগিয়ে যেতে প্রভাব ফেলবে যুবকদের।
সভাপতি দেবাশীষ নাথ দেবু বলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের বিরুদ্ধে ভিত্তিহীন থানায় সাধারণ ডায়েরি করার প্রতিবাদ জানাচ্ছি। ছাত্র রাজনীতি শেষে আজ স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা স্বেচ্ছাসেবক লীগকে প্রাণবন্ত, গতিশীল, মানবিক সংগঠন রুপে চট্টলায় দাঁড় করিয়েছি। তাই একটি মহল প্রতিহিংসা পরায়ন হয়ে আজিজের বিরুদ্ধে মিথ্যা অপবাদ করে যাচ্ছে। আমরা আইনগতভাবে ও রাজপথে তার দাঁতভাঙ্গা জবাব দিবো।
নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজীজুর রহমান আজীজ বলেন, চট্টগ্রামের সকল শ্রেণির মানুষ সাক্ষী আছে আজকের জৌলুসে ভরপুর স্বেচ্ছাসেবক লীগের আদ্যোপান্ত। আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন কোন কিছু প্রচার করে আমাকে থামানো যাবেনা। আমি এবিএম মহিউদ্দিন চৌধুরীর হাতে গড় কর্মি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ