নগরীর কাতলগঞ্জের বাসিন্দা ফয়সাল ব্যবসার নাম করে লাখ লাখ টাকা নিয়ে পাওনাদারদের ক্ষোভের মুখে পড়েছে এখন। জানা যায় প্রায় গত এক বছর যাবত বিভিন্ন পাওনাদারকে দিচ্ছি দিব এই মাস সেই মাস বলে প্রতারণা করে আসছে ফয়সাল।
বিভিন্ন পাওনাদার সাথে কথা বলে জানা যায়, ফয়সাল গার্মেন্টস পরিচালনার জন্য বিভিন্নজন থেকে দুই থেকে চার লাখ টাকা পর্যন্ত নিয়েছে মাসিক ২০ থেকে ৩০ হাজার টাকা লভ্যাংশ বা লাভ দেয়ার ভিত্তিতে। কিন্তু এক পাওনাদার জানান ছয় মাস হয়ে গেল এখনো লাভের অংশের কিছুই পাননি।
অন্য আরেকজনের পাওনাদারের সাথে কথা বললে তিনি জানান ‘এমনকি আমার স্ত্রী অসুস্থতার সময়ও তার কাছে আমার হকের টাকা চেয়েও পাইনি বেশ বিপদেই পড়েছিলাম’।
এমনকি ফয়সাল শুধু এক দুইজন নয় প্রায় ৮-১০ জন থেকে বিভিন্ন পরিমাণে টাকা উঠিয়েছে গার্মেন্টস ব্যবসার নাম করে। এমনও দু’একজন পাও আলাদা রয়েছে যারা বিনিয়োগের টাকা উঠিয়ে ফেলতে চাই, তাদেরও ১ বছর যাবৎ প্রতিনিয়ত এই মাস আগামী মাস করে সময় দিয়েও টাকা দিচ্ছেনা ফয়সাল। মুঠোফোন যোগাযোগ করো ঠিকমতো তাকে পাওয়া যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েছে সকল পাওনাদাররা, স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা এর সুবিচার দাবি করছেন।
Leave a Reply