প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৪, ১২:২৮ পি.এম
বি.আর.টি.এ ফিটনেস প্রদানে গড়িমসি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

এবাদুল হক
আর টি সি সভায় অটো টেম্পুর রোড পারমিট বাতিলের সুপারিশ ও বি.আর.টি.এ কর্তৃক ফিটনেস প্রদানে গড়িমসি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে চট্টমেট্রো অটো-টেম্পু মালিক-চালক কল্যাণ সমিতি।
আজ দুপুর ১২টায় চট্টগ্রাম বি.আর.টি.এ কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয় প্রায় ৯শত অটো-টেম্পুর মালিক, চালক ও শ্রমিক সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন এক শ্রেণীর দালাল ও সরকার বিরোধী চক্র উদ্দেশ্য প্রনোদীত ভাবে বৈধ গাড়ির রোড পারমিট বন্ধ করতে চায়। আমাদের প্রতিটি গাড়ির ডকুমেন্ট অনুযায়ী আরো ১০ বছর রোডে চলাচল করার বৈধ কাগজ রয়েছে।
মেয়াদ থাকা সত্ত্বেও অজুহাতে সিএমপিতে চলাচলরত ডিজেল চালিত অটো টেম্পো বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে দ্রুত রুট পারমিট প্রদানের দাবি জানিয়ে মানববন্ধন করেন।
দালাল সিন্ডিকেট চট্টগ্রামে একটি মাত্র পত্রিকায় আর.টি.সি সভায় ৯০০টি অটো-টেম্পু গাড়ি বাতিলের সুপারিশ করার বিষয়টি প্রচার করে সাধারন মালিক ও চালকদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চক্রান্ত করেছে।
এই সময় বক্তারা আগামী ৭দিনের মধ্যে বাতিলকৃত ৯০০টি গাড়ির ফিটনেস, রোড পারমিট নবায়ন করার অনুরোধ জানায়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী প্রদান করেন।মানববন্ধনে চট্টমেট্রো অটো-টেম্পু মালিক-চালক কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামীমুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রনি,ত্রী হুইলার অটোটেম্পো মালিক সমিতির সভাপতি মো মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল লিটন,চট্টমেট্রো অটো-টেম্পু মালিক-চালক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মোঃ ফারুক, মোঃ হাসানসহ ভুক্তভোগী হাজারো মালিক ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ