আনোয়ারা প্রতিনিধি:
শুক্রবার (৩ মে) বিকেল আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘি এলাকার বঙ্গবন্ধু টানেল সড়কের পাশে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আসরে বর আসার আগেই পালাল কনে।
চট্টগ্রামের আনোযায় কালাবিবি দীঘি এলাকার বঙ্গবন্ধু টানেল সড়কের পাশে সকাল থেকে কমিউনিটি সেন্টারে চলছিল প্রীতিভোজের আয়োজন। দূর-দূরান্ত থেকে দাওয়াত পেয়ে ছুঁটে এসেছেন আত্মীয়-স্বজনরা। বর-কনের দু’পক্ষের মধ্যে বইছে আনন্দঘন মুর্হুত। বর-কনে পক্ষের ৮শত লোকের মধ্যে প্রায় ২৫০ লোক খাবারও শেষ।
মালা বদলের জন্য বর বাড়িতে নিচ্ছিল প্রস্তুতি আর কনে গেল সাজতে পার্লারে। বর আসার আগেই খবর এলো সাজতে গিয়ে পালিয়ে গেছেন কনে।
শুক্রবার (৩ মে) বিকেল আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘি এলাকার বঙ্গবন্ধু টানেল সড়কের পাশে একটি কমিউনিটি সেন্টারে এমনই ঘটনাটি ঘটে। মুহুর্তের মধ্যে কনে পালানোর ঘটনায় কালো মেঘের ছায়া নেমে আসে পুরো কমিউনিটি সেন্টারে।
উভয়পক্ষের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৮ মাস আগে তাদের কাবিন সম্পন্ন হয়। আনোয়ারা সদর ইউনিয়নের একটি গ্রাম ও বারশত ইউনিয়নেরি একটি গ্রামের বাসিন্দাদের মধ্যে বর-কনের বিয়ের আয়োজন চলছিলো। বিকেল কমিউনিটি সেন্টারে পাঁচটার দিকে বর ও কনে পক্ষের লোকজন সালিশি বৈঠকের মাধ্যমে ঘটনাটি সমাধান করেন স্থানীয় মান্যগণ্য ব্যক্তিরা।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ