চট্টলা মর্নিং:মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ । শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বাকলিয়া শহীদ এন এম এম জে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃনেতারা।

এসয় উপস্থিত ছিলেন উত্তম কুমার সুশীল-সভাপতি,বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক-মোঃ সালাউদ্দিন,মোঃ শওকত ইসলাম সজল সহ-সভাপতি, মনিরুল ইসলাম সাবেক ফুটবলার চট্টগ্রাম জেলা,মোঃ ফারুক অর্থ সম্পাদক মোঃ ইদ্রিস ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক বাকলিয়া মোঃ হাবিবুর রহমান দপ্তর সম্পাদক বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়, সোহেল কুটুম সাংগঠনিক সম্পাদক-বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতিঃ  প্রচার সম্পাদক শাহাবউদ্দীন,সদস্য রনি দাশ আরোও উপস্থিত ছিলেন,মো: রুবেল, ব্যবসায়ী,ইসমাইল সিকদার,রাসেল ইমন-সভাপতি,কর্ণফুলী ফুটন্ত ফুল একতা সংঘ,সনিয়ির সদস্য জয়নাল আবেদীনমিজান,জুনয়িরদের মর্ধ্যে তানভীর,আরফাত,রাকিব জিসান,আরিফ সহ অনেকে।