আবুল হাসনাত মিনহাজ
চট্টগ্রাম নগরীর বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৭ এই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।নির্বাচনে সভাপতি, সম্পাদক সহ ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪জন প্রার্থী।
উক্ত নির্বাচনে ১১টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সভাপতি পদে ২জন শামসুল আলম তালুকদার চেয়ার প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো: ফারুক-আনারস প্রতীকের সাথে।সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩জন অশোক কান্তি পাল বাচ্চু -আম,নুরুল ইসলাম বাপ্পি-গোলাপফুল,মফিজুর রহমান-উড়োজাহাজ।সাধারণ সম্পাদক পদে ২জন মোহাম্মদ সোহেল কুটুম মাছ প্রতীক পেয়ে লড়বেন,কলস প্রতীক মোহাম্মদ নজরুল ইসলাম খান এর সাথে।সহ-সম্পাদক পদে লড়াই করবেন ৩জন উজ্জল সুশীল-মোরগ ও মো: আনিসুর রহমান-ছাতা,জলসন ধর নয়ন-ছাতা একই প্রতীক পাওয়ায় ১ তারিথে লটারির মার্ধ্যমে তাদরে প্রতীক বরাদ্দ করা হবে।অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২জন মো: মনির হোসেন-দোয়েল,মন্জুরানী মহাজন-দোয়েল,একই প্রতীক পাওয়ায় ১ তারিথে লটারির মার্ধ্যমে তাদরে প্রতীক বরাদ্দ করা হবে।সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে ২জন সুমন ধর-মূয়র,রনি দাশ-তারা প্রতীক।প্রচার সম্পাদক পদে মোহাম্মদ শাহাব উদ্দিন-টেলিভিশন প্রতীক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নুরুল বশর-টেলিভিশন প্রতীক এর সাথে।ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আলাউদিন এর কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় তিনি বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকে।সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭ জন রমিজ আহমদ প্র: রবিউল -হরিণ ,আব্দুল্লাহ আল মোমেন-ঘুড়ি, রন্টু দাশ-কবুতর, সমির সেন-তালা চাবি ,মনছুরা বেগম-হাতি, শামিমা আক্তার-হরিণ, ,লাকী চৌধুরী- বই।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কমিটির নিজস্ব কার্যালয়ে,বর্তমান সভাপতি উত্তম কুমার সুশীল ও সাধারন সম্পাদক মো: সালাউদ্দীন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও গ্রহনের লক্ষে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেন। নির্বাচন সংক্রান্ত নিয়ম কানুন এবং সার্বিক শৃঙ্খলার বিষয়ে নির্বাচনে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটি পরিচ্ছন্ন নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান সভাপতি উত্তম কুমার সুশীল ও সাধারন সম্পাদক সালাউদ্দীন।
নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, মো: সফিউল আলম-সভাপতি নির্বাচন কমিটি, অপণ দাশগুপ্ত-সদস্য নির্বাচন কমিটি, সুদীপ দাশ,সদস্য নির্বাচন কমিটি,তাদের সহযোগী হিসেবে বর্তমান সভাপতি উত্তম কুমার সুশীল ও সাধারন সম্পাদক সালাউদ্দীন দায়িত্ব পালন করবেন।
আগামী ১৭ এই ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ের পাশে বঙ্গমাতা স্কুলে ভোট গ্রহন হবে।ভোটার সংখ্যা হচ্ছে ১,০৮৬ জন।
Leave a Reply