বাকলিয়া বাস্তহারা বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছিল গত ১৭ ফেব্রুয়ারি। সভাপতি-সম্পাদকসহ এবারের নির্বাচনে ১২টি পদে ১২ জন প্রাথী বিজয়ী হয়। নির্বাচনে বিজয়ী হওয়া নতুন কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মাঝে বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর গত ২১-২২-২৩- ইং এর আয় ব্যয় হিসাব ও অফিসিয়াল খাতা পত্র চেয়ার টেবিল ফাইল কেবিনেট ইত্যাদি বিভিন্ন অফিসিয়াল যাবতীয় কাগজপত্র,বর্তমান ২৪-২৫-২৬- এর নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি-সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের মাঝে হস্তান্তর করেন পুরাতন কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা।
গত ২১-২২-২৩- ইং সালের হিসাব ও অফিসের যাবতীয় সকল প্রকার জিনিসপত্র হস্তান্তর করেন সাবেক কার্যকরী কমিটির সভাপতি উত্তম কুমার সুশীল সাধারন সম্পাদক মোহাম্মদ সালাউদ্দীন সহ-সভাপতি শওকত ইসলাম সজলসহ বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক,সাধারন সম্পাদক সোহেল কুটুম সহ-সভাপতি-নুরুল ইসলমি বাপ্পি,যুগ্ম সাধারন সম্পাদক – আনিছুর রহমান আনিছ,অর্থ সম্পাদক,মনির হোসেন, ক্রিরা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন এবং মেম্বার আব্দুল্লা আল মোমেন (বাক্কার)সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দের অফিসিয়াল ভাবে সকল খাতা পত্র আয় ব্যয় হিসাব-নিকাশ সহ মালামাল হস্তান্তর করা হয়।
বাকলিয়া বাস্তহারা বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর সাবেক সাধারন সম্পাদক-মোহাম্মদ সালাউদ্দীন বলেন,হিসাব পদ্ধতির অনুচ্ছেদ অনুযায়ী নতুন কমিটি হলে পুরাতন কমিটি নতুন কমিটি বরাবর অফিসের সমস্ত ডকুমেন্ট এর হিসাব পত্র বুজিয়ে দিতে হয়,তাই আমি সাধারন সম্পাদক ও সভাপতিসহ পুরাতন কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা নতুন কার্যকরী কমিটির নেতৃবৃন্দের হাতে উক্ত সমিতির প্যাডে সাক্ষর করে সকল কিছুর দায়িত্ব হস্তান্তর করলাম। ২১/০৩/২০২৪ ইং তারিখের পর থেকে আমার কাছে কোন দায়িত্ব বা উক্ত সমিতির দায়বার থাকিবে না।
হিসাব পত্র গ্রহণ করে উক্ত সমিতির প্যাডে লিখিত ভাবে সাক্ষর করেন বর্তমান কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা। বর্তমান কার্যকরী কমিটির সভাপতি-সম্পাদকসহ নেতৃবৃন্দরা বলেন,আমরা পুরাতন কমিটির হাত থেকে সকল প্রকার অফিসের জিনিসপত্র হিসাব গ্রহণ করিলাম বা বুজিয়ে পেলাম আলহামদুলিল্লাহ।উক্ত এলাকাবাসীর সহযোগিতায় আমরা সাধারন মানুষের পাশে আছি থাকবো এলাকার উন্নয়নে কাজ করে যাবো।আমরা আমাদের সব কিছু বুজিয়ে নিয়ে নতুন করে কাজ শুরু করবো বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লি: এর জন্য।
Leave a Reply