রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতারক আব্দুল বাতেনের কবল থেকে নিঃস্ব ওয়াহিদ ইলেকট্রিশিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে রক্ষায় প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন থানচিতে এলজিইডির সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ সাইকেল চালিয়ে ২৫০০ ফুট উঁচু ডিম পাহাড় জয় দুই তরুণের সরকার পতনের পর চট্টগ্রামে মাদকের রাজত্ব! চট্টগ্রামে ‘মব জাস্টিস’ বিতর্ক: সুপারশপে লুটপাট, কর্মচারীদের মারধর, প্রশ্নের মুখে আইনি শাসন চট্টগ্রাম মেডিকেল ঘিরে ফের সক্রিয় এম্বুলেন্স সিন্ডিকেট 🛑 চাক্তাইয়ের ছায়ামানব: ইসলামি ছদ্মবেশে গড়ে উঠেছে কালো টাকার সাম্রাজ্য চট্টগ্রামে ভুতুড়ে ফ্ল্যাটে অবৈধ অপারেশন থিয়েটার সুদ-জুয়ার টাকায় রাজনৈতিক পালাবদলের নাটক মঞ্চস্থ করছেন চট্টগ্রামের মিন্টু আহমেদ কালোজিরা: প্রাকৃতিক স্বাস্থ্যরক্ষায় এক নির্ভরযোগ্য বীজ
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

বাকলিয়ায় ল্যাপটপ সহ বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার:আটক ২

মর্নিং প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৪ জন পড়েছেন

মর্নিং প্রতিবেদক:

বাকলিয়া থানার অভিযানে শান্তিনগর নিরাপদ হাউজিং সোসাইটি-২ হাসনা বানুর বিল্ডিংয়ের ২য় তলার এ-১ বাসার ভিতর থেকে ০৩টি ল্যাপটপ, ০২টি ট্যাব ও ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধারসহ চোরচক্রের ০২(দুই)জন সদস্যকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।সারারাত অভিযান পরিচালনা করে বাকলিয়া থানাধীন শান্তিনগর নিরাপদ হাউজিং সোসাইটি-২ হাসনা বানুর বিল্ডিংয়ের ২য় তলার এ-১ বাসার ভিতর হইতে অজ্ঞাতনামা চোর/চোরেরা বাদী মোহাম্মদ আসাদুজ্জামান (২৯) এর ০১টি HP Notebook-14s ল্যাপটপ উদ্ধার করা হয়।

সাথে ভিভো কোম্পানীর মোবাইল সেট ০১টি, মডেল নং- V-9, ০১টি itel বাটন মোবাইল সেট, যাহার মডেল নং-itel2165, ০১টি casio হাত ঘড়ি, এবং তাহার প্রতিবেশী মোঃ নুরুল করিম (৩৪) এর ১টি Redmi7 মডেলের মোবাইল সেট,চুরি করার মর্মে বাকলিয়া থানায় হাজির হইয়া বাদীরা লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/মোহাম্মদ এনামূল হক মামলা তদন্তভার গ্রহন ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা পূর্বক স্থানীয় সোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করে ল্যাপটপ সহ বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করে এবং ২ চোর সদস্যকে গ্রেফতার করে।

প্রথমে আসমী মোঃ জুয়েল (১৯)’কে গ্রেফতার করে পরবর্তী জুয়েলকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তার সাথে মামলার ঘটনায় ২। মোঃ উজ্জ্বল (২২) নামক অপর আসামী জড়িত ছিল মর্মে জানায় আসামী জুয়েল।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত মোঃ জুয়েল এর দেহ তল্লাশীকালে তাহার পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ০১টি কালো রংয়ের itel বাটন ফোন এবং ০১টি কালো রংয়ের ভিভো V-9 মডেলের মোবাইল ফোন প্রাপ্ত হইয়া ইং ০১/০২/২০২৪ তারিখ ১১.১০ ঘটিকার সময় জব্দতালিকা মুলে জব্দ করেন। সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামী মোঃ জুয়েল এর তথ্য মোতাবেক অপর আসামী মোঃ উজ্জ্বল (২২)’কে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনাকালে শান্তিনগর বগারবিল এলাকা হইতে আসামী মোঃ উজ্জ্বল (২২)’কে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে সে উক্ত চুরির ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করিয়া জানায় যে, চোরাই যাওয়া ল্যাপটপ তাহার বাসায় রহিয়াছে।পরবর্তীতে আসামীকে সঙ্গে নিয়ে তাহার বাসা বাকলিয়া থানাধীন শান্তিনগর, বগারবিল, ওয়ার্কসপ গলি, তাজু মাঝির কলোনী, রুম নং- ৩-এ উপস্থিত হইলে তাহার খাটের নিচ হইতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ০১টি কালো রংয়ের চামড়ার ব্যাগের ভিতর রক্ষিত ০৩টি পুরাতন ল্যাপটপ এবং ০১টি সাদা রংয়ের বাজারের ব্যাগের ভিতর রক্ষিত ০২টি পুরাতন ট্যাব এবং ১৩টি বিভিন্ন মডেলের এবং রংয়ের পুরাতন মোবাইল ফোন প্রাপ্ত হইয়া ইং ০১/০২/২০২৪ তারিখ ১২.২০ ঘটিকার সময় জব্দ তালিকা মুলে জব্দ করেন। এসংক্রান্তে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

আসামীর নাম ও ঠিকানাঃ- ১। মোঃ জুয়েল (১৯), পিতা-আব্দুস সাত্তার, মাতা-বেগম, সাং-সাদ্দাম কলোনী, শান্তিনগর বগারবিল, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ উজ্জ্বল (২২), পিতা-তাহের মিয়া, মাতা-জয়নব বিবি, সাং-শিবলা, চারিসা, তালেব আলীর বাড়ী, থানা- অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-শান্তিনগর, বগারবিল, ওয়ার্কসপ গলি, তাজু মাঝির কলোনী, রুম নং- ৩, থানা- বাকলিয়া, জেলা-চট্টগ্রাম ।গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি)-বাকলিয়া থানার মামলা নং-০২, তারিখ-০১/০২/২০২৪ খ্রিঃ, ধারা- ৩৮০ রুজু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৪ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার