চট্টলা মর্নিং প্রতিবেদক:
বাকলিয়ায় এক কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার। বাকলিয়া থানাধীন ম্যাচ ফ্যাক্টরী হাজী মনছুর আলী রোডস্থ ফরিদ কোম্পানির গ্যারেজ এর সামনে রাস্তার উপর বাকলিয়া থানাধীন ম্যাচ ফ্যাক্টরী হাজী মনছুর আলী রোডস্থ ফরিদ কোম্পানির গ্যারেজ এর সামনে রাস্তার উপর এসআই(নিঃ)/আব্দুল্লাহ আল ইমরান সঙ্গীয় অফিসার’সহ বিশেষ অভিযান ডিউটি করাকালে মোঃ জুয়েল (৩২)’কে ০১(এক) কেজি বা ১০০০ (একহাজার) গ্রাম গাঁজা’সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত গাঁজা সমূহ জব্দতালিকা মূলে জব্দ করেন। উদ্ধারঃ আসামী ১। মোঃ জুয়েল (৩২), পিতা-মোঃ খলিল, মাতা-মালেকা বেগম, সাং-বিষ্টুপুর, দিঘীরপাড়া, সরকার বাড়ী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-মানিক মিয়ার ২নং রুম, স্কুল মাঠ, চরচাক্তাই, মিয়াখান নগর, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম।
গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি)-বাকলিয়া থানার মামলা নং-৩৫, তারিখ-২৩/১২/২০২৩খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) রুজু হয়। ১১। আইন-শৃংখলা পরিস্থিতিঃ স্বাভাবিক।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ