বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে হীরামন ক্লাবের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন চট্টগ্রামে বাঁশখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে শেখেরখীল হীরামন ক্লাব কর্তৃক আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। ১১ ডিসেম্বর রাত সাড়ে নয়টায় দিকে দক্ষিণ শেখেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন চনুয়া বেস্ট ইলেভেন একাদশ বনাম পূর্ব বরগুনা সমাজ কল্যাণ পরিষদ একাদশ প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, নিধারিত ১২ ওভারের খেলার মধ্যে ৯ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে পূর্ব বরগুনা সমাজ কল্যাণ পরিষদ একাদশ। জবাবে ৭২ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে সবকয়টি হারিয়ে মাত্র ৪২ রান করতে সক্ষম হয় চনুয়া বেস্ট ইলেভেন একাদশ।ফলে উদ্বোধনী খেলায় পূর্ব বরগুনা সমাজ কল্যাণ পরিষদ একাদশ ৩০ রানে জয়ী হয়।
শেখেরখীল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোছেন ভুট্টো’র সভাপতিত্বে উদ্বোধনী খেলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহ ইলাহী বক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার রেজাউল করিম,প্রধান মেহমান ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান কোচ সাংবাদিক মোহাম্মদ এরশাদ,বাঁশখালী থানা পুলিশের (এসআই) সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, মোহাম্মদ ইসাক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির পরিচালক ও শেখেরখীল হীরামন ক্লাবের সভাপতি আল আনসারী,সাধারণ সম্পাদক নুর উদ্দিন রুবেলসহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং হাজার হাজার ক্রীড়ামোদি দর্শক মন্ডলী উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় পূর্ব বরগুনা সমাজ কল্যাণ পরিষদ একাদশের খেলোয়াড় বাবু।
Leave a Reply