চট্টগ্রাম :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ও বাকলিয়া থানা ছাত্রলীগ এর আহ্বায়ক মোঃ মিজানুর রহমান এর উদ্যোগে এতিমদের মাঝে ইফতার এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
রোববার (১৭ মার্চ) বাকলিয়া রসুলবাগ জামে মসজিদে আয়োজিত হয় এই ইফতার ও শিক্ষা সামগ্রী বিতরণ।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সাধারণ শিক্ষার্থী, হাফেজে কুরআন ও এমিতদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাকলিয়া থানা ছাত্রলীগ এর আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল পালন করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে গঠনে আজকের শিশুরাই হবে দিকনির্দেশক। এজন্য শিশুদের মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানাই।
এসময উপস্থিত ছিলেন বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা মুনতাকিম হোসেন তাজমান, নাইম উদ্দিন আকাশ,ইয়াছিন আরাফাত,নাজমুল অভি,কাজী অনিক,মোঃসাকিব হোসেন,আরশেদুল ইসলাম,সাইমন চৌধুরী,সরওয়ার হামিদ,মোহাম্মদ জুবায়ের হোসেন মেহরাজ,আফিকুস সালাম মুফরাদ,ফায়াজ মোহাম্মদ তামজিদ,ফাহিম চৌধিরী সহ প্রমুখ।
Leave a Reply