প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের মাঝে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী’র পক্ষে
সুপেয় পানি ও শরবত বিতরণ করেন-ভারপ্রাপ্ত মেয়র
প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের তৃষ্ণা নিবারণ এবং স্বাস্থ্য ঝুঁকি কমাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আজ থেকে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে সুপেয় পানি ও শরবত বিতরণ শুরু করেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।
শরবত বিতরণকালে তিনি বলেন, সুর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থানের কারণে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ধারাবাহিকতা আরো কয়েকদিন থাকবে বিধায় তাপমাত্রা ৩৫ থেকে ৪০ডিগ্রী উঠানামা করবে। এ তাপমাত্রা উঠানামার কারণে ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নগরবাসীকে যথাসম্ভব ঘরে থাকা ও পরিমান মতো পানি পান করার আহ্বান জানাচ্ছি আমরা।
Leave a Reply