প্রকাশের তারিখ: ০২ আগস্ট ২০২৫
প্রকাশিত সংবাদ: “শমসের আলী, আগের দরবেশ এখন পুরোদমে চাঁদাবাজ, নাম ভাগাচ্ছে বিএনপি’র” – চট্টলা মর্নিং
সম্প্রতি “চট্টলা মর্নিং” নামক একটি অনলাইন মাধ্যমে শমসের আলীকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমাদের দৃষ্টিতে একতরফাভাবে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। উক্ত প্রতিবেদনে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে, তার কোনও ভিত্তি নেই, বরং এগুলো ব্যক্তি শমসের আলীর সামাজিক অবস্থান, ব্যক্তিগত জীবনধারা ও রাজনৈতিক ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার অপচেষ্টা।
বিশেষ করে, তিনি বিএনপি’র কোনো দায়িত্বশীল পদে নেই এবং কখনোই দলীয় ব্যানার ব্যবহার করে অবৈধ কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। স্থানীয়ভাবে তিনি ধর্মপ্রাণ, সমাজসেবী এবং একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত। প্রতিবেদনটিতে বর্ণিত রেলওয়ে ক্লাব, বাজার, মাদক স্পট, চাঁদাবাজি বা কিশোর গ্যাংয়ের নেতৃত্বের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
আমরা মনে করি, এই প্রতিবেদনের মাধ্যমে সাংবাদিকতার মৌলিক নীতিমালাকে উপেক্ষা করে কারও ব্যক্তিগত হীনস্বার্থ চরিতার্থ করার চেষ্টা হয়েছে। আমরা অনুরোধ জানাই, সংবাদ মাধ্যম হিসেবে “চট্টলা মর্নিং” যেন তাদের প্রকাশিত প্রতিবেদন পুনঃমূল্যায়ন করে যথাযথ তদন্ত ছাড়া এমন অপপ্রচার থেকে বিরত থাকে।
পরিশেষে, শমসের আলী ও তাঁর পরিবারের মান-মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।
Leave a Reply