চট্টলা মর্নিং প্রতিবেদন:
চট্টগ্রাম নগরের পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে মামলার আলামত হিসেবে জব্দ করে রাখা একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।
ওই যুবকের নামন মো. লিটন (২১)। তিনি নোয়াখালী জেলার চর জব্বার থানার মো. নেছার উদ্দিনের ছেলে। নগরের খুলশী এলাকার সেন্ট গ্রেগরিস উচ্চ বিদ্যালয়ের পিছনে ভাড়া ঘরে বাস করতেন তিনি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, গত ৩০ নভেম্বর রাতে পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে মামলার আলামত হিসেবে রাখা একটি বাসে অজ্ঞাত কয়েকজন দুষ্কৃতিকারী আগুন দেয়। পরে অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে আদালতে পাঠানো হয়, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাসে আগুন দেওয়ার সঙ্গে সে জড়িত থাকার কথা স্বীকার করেছে। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নামও জানিয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ