শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতারক আব্দুল বাতেনের কবল থেকে নিঃস্ব ওয়াহিদ ইলেকট্রিশিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে রক্ষায় প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন থানচিতে এলজিইডির সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ সাইকেল চালিয়ে ২৫০০ ফুট উঁচু ডিম পাহাড় জয় দুই তরুণের সরকার পতনের পর চট্টগ্রামে মাদকের রাজত্ব! চট্টগ্রামে ‘মব জাস্টিস’ বিতর্ক: সুপারশপে লুটপাট, কর্মচারীদের মারধর, প্রশ্নের মুখে আইনি শাসন চট্টগ্রাম মেডিকেল ঘিরে ফের সক্রিয় এম্বুলেন্স সিন্ডিকেট 🛑 চাক্তাইয়ের ছায়ামানব: ইসলামি ছদ্মবেশে গড়ে উঠেছে কালো টাকার সাম্রাজ্য চট্টগ্রামে ভুতুড়ে ফ্ল্যাটে অবৈধ অপারেশন থিয়েটার সুদ-জুয়ার টাকায় রাজনৈতিক পালাবদলের নাটক মঞ্চস্থ করছেন চট্টগ্রামের মিন্টু আহমেদ কালোজিরা: প্রাকৃতিক স্বাস্থ্যরক্ষায় এক নির্ভরযোগ্য বীজ
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

পাল্টে যাবে দৃষ্টিনন্দন পতেঙ্গা সমুদ্র সৈকত:জেলা প্রশাসক

মর্নিং প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৮ জন পড়েছেন

পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম।চট্টগ্রাম থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতে সহজেই যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই।এছাড়া এই সৈকতকে আরও আকর্ষণীয় করে তোলার জন্যে বেশ কিছু পরিকল্পণা
করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

৫ কিলোমিটার দৈর্ঘ্যরে পতেঙ্গা সৈকত দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়েছে সবাইকে,বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে দৃষ্টিনন্দন পতেঙ্গা সমুদ্র সৈকতের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়,বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।চট্টগ্রাম বিচ ম্যানেজমমেন্ট কমিটির সভায়
তিনি বলেন, সমুদ্র সৈকত এলাকায় ব্যবসা, আলোকচিত্র, সিসি ক্যামেরা, খাবারের মূল্য নির্ধারণ,ফুটওভার ব্রিজসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে,আনা হবে স্বচ্ছতা।আগামী এক মাসের মধ্যে এই পরিকল্পনা দৃশ্যমান হবে।

সভায় আরও বলেন, গুলিয়াখালী–বাঁশখালী ও আনোয়ারা সমুদ্র সৈকতের পরিকল্পিত উন্নয়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তারা পরিকল্পনাপত্র গ্রহণ করবেন।পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন ও পর্যটকবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৭ সদস্যের উপ–কমিটি গঠন করা হয়েছে। মাস্টারপ্ল্যানের আদলে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলো সাজানো হবে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নগরীর পতেঙ্গা,পারকি সমুদ্র সৈকতসহ জেলার সকল সমুদ্র সৈকতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পর্যটন উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান, বাঁশখালী উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কবীর আহমদ, কমিটির সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সীতাকুণ্ডের ইউএনও কে এম রফিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি মোহাম্মদ জহির আহমদ ও ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৪ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার