চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ জেলেপাড়া গঙ্গা স্নান ঘাট এলাকা থেকে ৮০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) অভিযান পরিচালনা করে এসব মাছ জব্দ করে পতেঙ্গা থানা, জেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড। অভিযানে জব্দকৃত ৮০০ (আটশত) কেজি ইলিশ উদ্ধার ও নিলামে বিক্রয় এবং ৫০ পিস বরফ ধ্বংস করা হয়।
পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম, জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে পতেঙ্গা মডেল থানাধীন মুসলিমাবাদ জেলে পাড়া হারুনের মাছের আড়াৎ এ সরকার ঘোষিত মাছ শিকার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে তা বিক্রির উদ্দেশ্যে প্রচুর পরিমানে মাছ মজুদ করা হয়েছে। এমন সংবাদে চট্টগ্রাম জেলা মৎস কর্মকর্তা শ্রীবাস চন্দ্র, কর্ণফুলি জোনের সহকারী পুলিশ কমিশনার আসিফ মাহমুদ, গালিব,পতেঙ্গা থানার টহল পুলিশ টিম ও কোস্টগার্ডসহ অভিযান পরিচালনা করে মাছের আড়তে থেকে অনুমান ৮০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে প্রকাশ্য নিলামে ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকা বিক্রয় করিয়া সরকারী কোষাগারে জমা প্রদান করা হয় এবং ৫০ পিস বরফ ধ্বংস করা হয়।
জানা গেছে, মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই (৬৫ দিন) সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।
এই নিষেধাজ্ঞা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে অভিযান পরিচালনা করে ৮০০ কেজি মাছ জব্দ করা হয়। পরে এসব মাছ নিলামে বিক্রি করা হয়।
মামলার
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ