চট্টলা মর্নিং প্রতিবেদন:
১২ ডিসেম্বর – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্য আরও চার থানার ওসি বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, গাইবান্ধার সাঘাটা, চট্টগ্রামের খুলশী ও পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।’
ইসি কর্মকর্তারা জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ওসি, চট্টগ্রাম জেলার পটিয়া থানার ওসি, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ওসি এবং গাইবান্ধা জেলার সাঘাটা থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ৭ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের ৩৩৮ থানার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছিল ইসি। গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কাজী হাবিউল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এজন্য কাদেরকে বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সংস্থাটি।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ