নোকিয়া কর্মকর্তার বাসায় চুরি,চক্রের প্রধানসহ ৩জনকে গ্রেফতার করে,কোতোয়ালী থানা
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন মোমিন রোডের ডা. সিরাজুল ইসলাম নামের এক নোকিয়া কর্মকর্তার বাসা থেকে দিনে দুপুরে চুরি করে ২ ভরি সোনার চুড়ি, ২টি ল্যাপটপ ও নগদ ১৮ হাজার টাকা। চুরির এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম নগরীর কোতয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করলে তদন্ত শুরু করে কোতোয়ালী থানা পুলিশ। মামলার তদন্তকালে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ৮টি ইমিটেশনের চুড়ি ও চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার হাজীপুর গ্রামের নুরুল ইসলামের বাড়ির মো. জকির হোসেনের ছেলে মোঃ শাফায়েত হোসেন প্রকাশ রিফাত (২৫), কুমিল্লা জেলার মুরাদনগর থানার নেয়ামতপুর গ্রামের কামাল্যা সীতাবাড়ির মো. ফারুকের ছেলে মোঃ রাশেদ (২১) ও ছাগলনাইয়া থানার পাঠাননগর এলাকার কাচারীবাজার গ্রামের বড় বাড়ির আবুল কাশেমের ছেলে মোঃ রাসেল (২১)।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, গত শনিবার থানা এলাকার ১০ হোমসেন লেইনের মোমিন রোডের নোকিয়ার এক কর্মকর্তার বাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা নগদ টাকা, ল্যাপটপ, সোনার চুড়ি চুরি করেছে এমন অভিযোগে থানায় মামলা করেন তানভীর ইসলাম নামের এক ব্যক্তি। মামলার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ চেক করে ঘটনার সত্যতা মেলে। ফুটেজে চোরচক্রের এক সদস্যকে সনাক্ত করা গেলে নগরীর কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করা হয়।তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা চোরচক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এসময় তাদরে দেওয়া তথ্যমতে জুবিলী রোডস্থ শাহ আমানত মার্কেটের জিনিয়াস টেলিকম নামক দোকান থেকে বাদীর চুরি যাওয়া ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন ওসি ওবায়দুল হক।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ