চট্টলা মর্নিং প্রতিবেদক:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, ‘আমরা দেশকে সার্বিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবিক কাজেও ভূমিকা রাখছি।জঙ্গি-সন্ত্রাসীদের দমনের লক্ষ্য নিয়ে আমাদের যে পথচলা শুরু হয়েছিল,বিভিন্ন মানবিক কাজের মধ্যেও আমরা সে দক্ষতা প্রমাণ করেছি।অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাব মাঠে কঠোর ভূমিকা পালন করবে। অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব মাঠে অভিযান শুরু করেছে এবং জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ প্রতিষ্ঠার লক্ষ্যে র্যাব আরও নতুন কৌশল নিয়ে কাজ করছে।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার যাতে নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে এবং ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।সাংবিধানিকভাবে ভোট দেওয়া না দেওয়ার অধিকার সবার রয়েছে।যদি কেউ মনে করে ভোট দিবে না-সেটা তার বিষয়।তবে কেউ যদি ভোট দিতে চায় আর কেউ যদি এতে বাধা দেয়, আমরা সেক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা নেব। কে হারবে কে জিতবে সেটি আমাদের বিষয় নয়।আমাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা।
(৩১ ডিসেম্বর) দুপুরে নগরের উত্তর পতেঙ্গা স্টীলমিল বাজারে র্যাব-৭ এর সদর দপ্তরে গরীব ও হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন র্যাব মহাপরিচালক।
Leave a Reply