আবুল হাসনাত মিনহাজ-চট্টগ্রাম
সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগরে বাংলাদেশি কয়লাবাহী একটি জাহাজ (বাল্কশিপ) জিম্মি করেছে। মঙ্গলবার সকালে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দস্যুদল এমভি আবদুল্লাহ নামের জাহাজটিতে উঠে ক্যাপ্টেনকে জিম্মি করে। এরপর জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সোমালিয়ার দিকে নিয়ে যায়। জাহাজটিতে ক্যাপ্টেনসহ ২৩ নাবিক জিম্মি অবস্থায় রয়েছেন।
ওই জাহাজে মোট ২৩জন নাবিক রয়েছেন। তাদের মধ্যে ১০ জন নাবিক চট্টগ্রামের নগর ও উপজেলার বাসিন্দা।জাহাজে থাকা বাংলাদেশি ২৩ নাবিকদের মধ্যে নাবিক মোহাম্মদ সাজ্জাদ হোসেন (২৮) চট্টগ্রাম আনোয়ারার ২নং ওয়ার্ড ১নং বৈরগ ইউনিয়নের বাসিন্দা।সাজ্জাদ এখনো বিবাহ করেনি,পরিবারের ৩ নং ছেলে। মোহাম্মদ সাজ্জাদ হোসেন মা মোছামৎ সংসাদ বেগম কান্নায় ভেঙে পড়েছেন।দুপুরে বৈরগ ইউনিয়নে গ্রামের বাড়িতে গিয়ে সাজ্জাদ এর মাকে ছেলের জন্য আর্তনাদ করতে দেখা যায়।
মায়ের সাথে কথা হলে তিনি জানান,খবর পাওয়ার পর থেকে সারা রাত পরিবারের কেউ ঘুমাতে পারেনি। সারা রাত আল্লাহর কাছে প্রার্থনা করেছি ছেলের জন্য। নির্ঘুম রাত কাটিয়েছি।সোমবার বিকালে তার সঙ্গে শেষবার কথা বলেন।মঙ্গলবার তার অন্য ছেলেদের সঙ্গেও কথা হয়েছে,ভারত মহাসাগরে জাহাজ সোমালিয়ান জলদস্যুরা অস্ত্র ঠেকিয়ে কব্জা করেছে,আমাদের মোবাইল নিয়ে নিচ্ছে চিন্তা করবেন না সবাই দোয়া করবেন এটি ছিল আমার ছেলের শেষ কথা।এখন আল্লাহর ওপর ভরসা রাখছি আমরা। আল্লাহ যেন সুস্থভাবে আমার ছেলেসহ জাহাজের সবাইকে সবার মায়ের বুকে ভালোভাবে ফিরিয়ে দেয়। এ ছাড়াও আমরা প্রধানমন্ত্রী ও কোম্পানির কাছে অনুরোধ জানাবো তারা যেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। মা হিসেবে এটাই আশা।’ এ সময় দেশবাসীর কাছে সন্তানের জন্য দোয়া চান তিনি।
আরেক নাবিক একই বৈরগ ইউনিয়নের শেমলের স্ত্রী বলেন, ছোট ছোট ৩ মেয়ে নিয়ে সংসার তাদের।পরিবাররে একটাই ছেলে শেমল। ছেলের চিন্তাই আমার শাশুড়ীও অসুস্থ।শেষ গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে জানতে পারি যে জাহাজে আমার স্বামী রয়েছে সেটি জলদস্যুদের কবলে পড়েছে। তবে তাদের কোনও সমস্যা হয়নি। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তারা দিচ্ছে। ৩দিন এখন পর্যন্ত কোন কথা হয়নি আমাদের সাথে।দুশ্চিন্তা আর উৎকন্ঠায় কাটছে দিন।আমার স্বামী সহ সবাই ফেরত পেতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন।
ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো থেকে পাওয়া তথ্যের বরাতে বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন। ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সোমালিয়ার গ্যারাকাড উপকূলের ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ