প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ৯:২৪ এ.এম
ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ নাজমুলদের

বিশ্বকাপ সামনে রেখে দলকে নানা রকম কম্বিনেশনে বাজিয়ে দেখছেন চন্দিকা হাতুরাসিংহে, যার শেষ সুযোগ আজ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে নিজেদের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত। বিশ্বকাপের আগে এটিই রোহিত শর্মার দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ।
কাগজে-কলমে দ্বিতীয় হলেও আদতে বাংলাদেশও একটি প্রস্তুতি ম্যাচই খেলার সুযোগ পাচ্ছে।
ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ওয়ার্ম আপ ম্যাচটি যে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। আজ শুধু কম্বিনেশনে চোখ থাকার কথা নয় বাংলাদেশ দলের। মূল মঞ্চে এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে কন্ডিশন আর উইকেট সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ কে হেলায় হারাতে চাইবে? ম্যাচের আগে অবশ্য দুই অধিনায়কই স্টেডিয়াম ঘুরে দেখেছেন।
মাত্র চার মাসের মধ্যে তৈরি অস্থায়ী স্টেডিয়ামটি রোহিত-নাজমুলদের বিস্ময়ই উপহার দিয়েছে। আইসিসিকে নাজমুল বলেছেন, ‘এটি অবিশ্বাস্য, আমি মনে করি, এটা পাগলাটে। (তিন মাস আগেও) ইন্টারনেটে দেখেছি কিছুই ছিল না। এখন একেবারে পুরোদস্তুর ক্রিকেট স্টেডিয়ামের মতো দেখাচ্ছে।
’ রোহিতের কথা, ‘সুন্দর দেখাচ্ছে, এখানে খেলতে তর সইছে না।’ এই মাঠে অনুশীলন সুযোগ-সুবিধা নেই। তাই অদূরে ক্যান্টিয়াগ পার্কই ভরসা, যেখানে গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ