নিজস্ব প্রতিবেদক;
জামাল উদ্দীন চৌধুরী স্মৃতি সংঘ এর পক্ষ থেকে গরীব দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। জামাল উদ্দীন চৌধুরী স্মৃতি সংঘ এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাকলিয়া ১৭ নং ওয়ার্ড , এবং মুহুরীপাড়া ধর্মপুর ৩ নং ওয়ার্ড সাতকানিয়া মাঝে রোজার উপহার পৌঁছতে বিশেষভাবে সহযোগিতা এত সুন্দর উদ্যোগে নেওয়ায়
ধন্যবাদ জানাই আজিজুর রহমান আজিজ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
ইফতার সামগ্রী বিতরণে যারা সাহায্য সহযোগিতা করে তাদের মর্ধে কালাচাঁদ ভট্টাচার্য সীমান্ত যুগ্ন সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, ডক বন্দর অঞ্চল চট্টগ্রাম। জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের আহ্বায়ক এড. জে এম কানিসুল হাসান চৌধুরী , জামাল উদ্দীন চৌধুরী স্মৃতি সংঘ এর সদস্য রিফাত, রিসাত, বাবু, কামাল চৌধুরী, আহিদ, আবিদ, সুরাক, সিয়াম, সহ মোঃ জিয়া উদ্দিন, তামিম মান্নান,জয় মহাজন, সাব্বির,শামীম,মাসুম, সাকিব,আরিফ,তৌহিদ, ইয়াছিন, বর্ষা, এড. ছোটন, আরশাফুল,এড. শহীদ, তাফিম,সজিব,তারেক মিজু,ইনান,জুই,রাকিব, কাজল,আরোহি,সামি,এনাম,মুহি,পিয়াল,ফাহিম,নাহার, ইমন,রমজান,শাসহিক, মোমিন,সামির,জায়োদ, হোসেন,সুমি, রহমত, রাজু, সকল সদস্যবৃন্দ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ