আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ব্যাপক প্রচার-প্রচারণায় চট্টগ্রাম এখন উৎসবমুখর।চট্টগ্রাম–৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর নির্বাচনী প্রচারণা ও সভা করেন বাকলিয়া বাস্তহারা বহুমূখী সমবায সমিতি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে নির্বাচনী সভায় নেতারা যুক্ত হয়ে বাকলিয়াবাসীর কাছে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর নির্বাচনী প্রতীক ‘নৌকায়’ভোট চেয়েছেন নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল -বলেন,বাংলাদেশের রাজনীতিতে গুণগত একটা পরিবর্তনের সুযোগ এসেছে। যারা বাংলাদেশের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, রাজাকারদের ক্ষমতায় এনেছে, সেই শক্তিকে এই নির্বাচনে আমরা চিরতরে রাজনীতি থেকে বিতাড়িত করব।সেটাই সবার প্রত্যাশা।বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এত দূর নিয়ে এসেছেন।আজকে স্বাধীনতার এত বছর পরেও আমাদের ভাবতে হয় জ্বালাও–পোড়াও সন্ত্রাসকারীদের বিষয়ে।জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতাকারীদের বিষয়ে।তাদের প্রশ্নে আজ জাতি ঐক্যবদ্ধ হয়েছে।এই নির্বাচনে আমরা শুধুমাত্র নির্বাচন করব না, এই অপশক্তিকেও প্রতিহত করার কাজটাও করব।
অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম বলেন,আমাদেরকে অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের ঘরে–ঘরে গিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করতে হবে। নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের এটাও মনে রাখতে হবে যে, কোনো অনৈতিক আচরণের কারণে আমরা যেন গণমাধ্যমের অপপ্রচারের শিরোনাম না হই।
অনুষ্ঠানে উত্তম কুমার সুশীল বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিগত ১৫ বছরের শাসনামলে চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন যজ্ঞের চিত্র তুলে ধরে এ ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশ পরিচালনায় সুযোগ দেয়ার আহ্বান জানান।পাশাপাশি তাঁর নেতৃত্বে স্মার্ট ও উন্নত বাংলাদেশের স্বপ্ন অর্জনের প্রত্যয়ও ব্যক্ত করছেন।
মো: সালাউদ্দীন বলেন,নৌকা শুধুমাত্র আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নয়; নৌকা বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির–কৃস্টি, গর্ব ও সাহসের প্রতীক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নৌকার পালে হাওয়া লেগেছে।তাই উজান ঠেলে এগিয়ে যাবে,কেউ থামাতে পারবে না।
অনুষ্ঠানে বাকলিয়া বাস্তহারা বহুমূখী সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার সুশীল এর সভাপত্বিতে,সাধারন সম্পাদক-মো: সালাউদ্দীন এর সঞ্চালনায়,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চু ,বেবী দোভাষ,মহিলা কাউন্সিলর ৩৩,৩৪,৩৫ নং ওয়ার্ড,জাহাঙ্গীর আলম,সভাপতি-৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগ,মহানগর যুবলীগ নেতা রফিকুল আলম রুবু,আরোও উপস্থিত ছিলেন,ওযার্ড আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও বাকলিয়া বাস্তহারা বহুমূখী সমবায সমিতির নেতাসহ অনেকে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ