এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা’২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবির।প্রোগ্রামের সভাপত্বি করেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি ইব্রাহীম হোসেন রনি।
প্রোগ্রামের সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি জনাব মাইমুনুল ইসলাম মামুন।
প্রধান অতিথি বক্তব্যে জনাব আলাউদ্দিন আবির বলেন- তোমাদের এই অর্জন নিঃসন্দেহে গর্বের। তবে মনে রেখো — জিপিএ-৫ কোনো শেষ লক্ষ্য নয়, বরং এটি একটি সূচনা। আজকের এই সফলতার পেছনে আছে তোমাদের পরিশ্রম, পরিবারের দোয়া, শিক্ষকদের নির্দেশনা, এবং সর্বোপরি আল্লাহর রহমত।
তোমাদের বলবো — শিক্ষা শুধু সার্টিফিকেটের জন্য নয়; শিক্ষা হোক নীতি, আদর্শ, এবং দেশপ্রেমের জন্য। তোমরা যেখানেই যাও, ইসলামী আদর্শকে ধারণ করে সমাজ ও জাতির জন্য একজন ইতিবাচক রোল মডেল হও।
ছাত্রশিবির সবসময় তোমাদের পাশে ছিল, আছে, থাকবে — শুধু মেধা নয়, মনুষ্যত্ব ও আদর্শিক নেতৃত্ব গড়ার জন্যও।
সভাপতির বক্তব্যে জনাব ইব্রাহীম হোসেন রনি বলেন-আজকের এই অনুষ্ঠান তোমাদের পরিশ্রম ও সাফল্যের সম্মাননা। জিপিএ-৫ পাওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন — কিন্তু এটা শুধু শুরু। সামনে আরও অনেক পথ বাকি।
তোমরা আগামীর নেতৃত্ব। সমাজ, দেশ ও উম্মাহর পরিবর্তনে তোমাদের ভূমিকা অনিবার্য। তাই এখনই ঠিক করে নাও, তুমি কেবল একজন সফল ছাত্রই নও — বরং একজন আদর্শবান, নীতিবান মানুষ হয়ে উঠবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় চায় এমন তরুণ তৈরি হোক যারা শুধু পাস করে না, বরং দেশকে বদলাতে চায়।
তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।
Leave a Reply