আবুল হাসনাত মিনহাজ-চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ চত্বর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাকলিয়া থানা পুলিশ।রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা বাকলিয়া থানা পুলিশ নতুন ব্রিজ চত্বরে বিভিন্ন সড়কে অবৈধ দখলদার মুক্ত করতে অভিযান পরিচালনা করে।নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ হকার,দোকান এবং অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকে।নগরবাসীকে এসব ভোগান্তি থেকে মুক্ত করতে গত ৮ ফেব্রুয়ার নগরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
উপর মহল এর নির্দেশে বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন এর নেতৃত্বে চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা সহ এএসআই সাইফুল ইসলাম,এএসআই জিয়াউর রহমান-১,এএসআই জিয়াউর রহমান-২,এএসআই দেবজিত বিশ্বাস সহ বাকলিয়া থানা পুলিশ সসদ্যদের নিয়ে অভিযান পরিচালনা করে ফুটপাতে গড়ে তোলা বিপুলসংখ্যক স্থাপনা তুলে দেওয়া হয়,এবং ফুটপাতে হকারদের বাঁশ, চৌকি, খাট, টেবিল সরিয়ে নেওয়া হয়।
যেখানে ফুটপাত আছে অথবা রাস্তার পাশে জায়গা আছে সেখানেই হকাররা তাদের পসরা নিয়ে বসে থাকে।এর ফলে পথচারীদের চলাচলের অসুবিধা হয়।ফুটপাত হচ্ছে পথচারীদের চলাফেরার জন্য।এ কথাও অস্বীকার করার উপায় নেই।নতুন ব্রিজ চত্বরে ফুটপাতের পুরোটা ভাসমান ব্যবসায়ীদের দখলে ছিল। ফুটপাত ছাপিয়ে সড়কের অনেকটা জুড়েও পণ্যের পসরা সাজিয়ে বসে ছিলেন তারা। ফলে ফুটপাতে হাঁটার সুযোগ পাচ্ছেন না পথচারীরা।এ কারণে দুর্ভোগ ছিলো পথচারী নিত্যসঙ্গী।
ফুটপাথ ও রাস্তা দখলমুক্ত করায় বাকলিয়া থানা পুলিশ সসদ্যদের ধন্যবাদ জানান যাত্রী ও পথচারীরা।চাক্তাই পুলিশ ফাঁড়ির উচ্ছেদ অভিযান এই উদ্যোগে বদলে গেছে নতুন ব্রিজ এই দৃশ্য।বিশেষ করে নগরের প্রধানতম সড়ক নতুন ব্রিজ থেকে নিউমার্কেট যাওয়ার রাস্তা ও বদ্দারহাট যাওয়ায় রাস্তাই নেই হকারদের উৎপাত।ফুটপাত ফাঁকা, নেই পণ্যের বেচাকেনা।ফলে পথচারীরা হাঁটাচলা করতে পারছেন নির্বিঘ্নে।যানজটও অনেকটা কমে যাবে বলে আশা করছেন পথচারীরা।এই ব্যাপারে ব্যবসায়ী,পুলিশ প্রশাসন,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহ সকলের সহযোগিতা থাকলে আমরা পথচারীদের আর দুর্ভোগে পড়তে হবেনা।
চাক্তাই পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা জানান,বাকলিয়া থানা পুলিশ এর পক্ষ থেকে নতুন ব্রিজ এলাকায় ফুটপাত হকার উচ্ছেদে অভিযান চালানো হয়।সকাল ১১টা থেকে বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেট এর সামনে,সিজলের সামনে,বদ্দারহাট যাওয়ায় রাস্তাই,অভিযান চালিয়ে ফুটপাতে গড়ে তোলা বিপুলসংখ্যক স্থাপনা তুলে দেওয়া হয়,এবং ফুটপাতে হকারদের বাঁশ, চৌকি, খাট, টেবিল সরিয়ে নেওয়া হয়।
নতুন ব্রিজ এলাকায় সুন্দর পরিবেশ ও হকারমুক্ত গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি,করে যাবো।
Leave a Reply