রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রতারক আব্দুল বাতেনের কবল থেকে নিঃস্ব ওয়াহিদ ইলেকট্রিশিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে রক্ষায় প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন থানচিতে এলজিইডির সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ সাইকেল চালিয়ে ২৫০০ ফুট উঁচু ডিম পাহাড় জয় দুই তরুণের সরকার পতনের পর চট্টগ্রামে মাদকের রাজত্ব! চট্টগ্রামে ‘মব জাস্টিস’ বিতর্ক: সুপারশপে লুটপাট, কর্মচারীদের মারধর, প্রশ্নের মুখে আইনি শাসন চট্টগ্রাম মেডিকেল ঘিরে ফের সক্রিয় এম্বুলেন্স সিন্ডিকেট 🛑 চাক্তাইয়ের ছায়ামানব: ইসলামি ছদ্মবেশে গড়ে উঠেছে কালো টাকার সাম্রাজ্য চট্টগ্রামে ভুতুড়ে ফ্ল্যাটে অবৈধ অপারেশন থিয়েটার সুদ-জুয়ার টাকায় রাজনৈতিক পালাবদলের নাটক মঞ্চস্থ করছেন চট্টগ্রামের মিন্টু আহমেদ কালোজিরা: প্রাকৃতিক স্বাস্থ্যরক্ষায় এক নির্ভরযোগ্য বীজ
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

চসিকের ৪ ওয়ার্ডে পাহাড়ধসের ক্ষতি হ্রাসে পূর্ব প্রস্তুতিমূলক কাজ করবে জিএফএফও, সেভ দ্য চিলড্রেন ও ইপসা

মর্নিং প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৫২ জন পড়েছেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চারটি ওয়ার্ড যথাক্রমে পশ্চিম ষোলশহর, শুলকবহর, উত্তর পাহাড়তলী এবং লালখানবাজার ওয়ার্ডে পাহাড়ধ্বসের কারণে সৃষ্ট ক্ষতির প্রভাব কমিয়ে আনতে জিএফএফও, সেভ দ্য চিলড্রেন এবং ইপসা ‘‘ঈযরষফ পবহঃৎবফ ধহঃরপরঢ়ধঃড়ৎু ধপঃরড়হ ভড়ৎ নবঃঃবৎ ঢ়ৎবঢ়ধৎবফহবংং ড়ভ পড়সসঁহরঃরবং ধহফ ষড়পধষ রহংঃরঃঁঃরড়হ রহ ঘড়ৎঃযবৎহ ধৎবধ রহ ইধহমষধফবংয” প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক ভাবে কাজ করবে।

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, কমিউনিটি ভলান্টিয়ার, চাইল্ড এন্ড ইয়ূথ গ্রুপ, রিসোর্স পুল সহ বিভিন্ন গ্রুপ কে আগাম সতর্কতা প্রদানের সিস্টেমসহ নানাবিধ প্রশিক্ষণ প্রদান, কমিউনিটি পর্যায়ে ভয়েস ম্যাসেজ প্রদান, সচেতনতামূলক সভা, ক্যাম্পেইন, শর্তবিহীন ও শর্তযুক্ত নগদ অর্থ প্রদান, রেইন গেজসহ বিভিন্ন ক্ষেত্রে ডিভাইস প্রতিস্থাপনের মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করা হবে। সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন সভাকক্ষে উল্লেখিত প্রকল্পের অবহিতকরণ সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইপসা ‘র পরিচালক (সমাজ উন্নয়ন) নাছিম বানু, প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ‘র অফিসার (এন্টিসিপেটোরি এ্যাকশন) আবু তৈয়ব, প্যানেল আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, আব্দুস সালাম মাসুম, চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী মো. শাহীন-উল-ইসলাম চৌধুরী, তত্বাবধায়ক প্রকৌশলী ফারহাদুল আলম, দীনমনি শর্মা, উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ, সিভিল সোসাইটির প্রতিনিধি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদিকা সুলতানা, চুয়েট নগর পরিকল্পনা বিভাগের শিক্ষক শাহজালাল মিশুক, জেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) আব্দুল বাসেত, আরবান কমিউনিটি ভলান্টিয়ার লিডার আবু সুফিয়ান প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইপসার প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চট্টগ্রাম দুর্যোগপূর্ণ এলাকা, বিশেষত পাহাড় ধসের জন্য ঝুঁকিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। প্রকল্পে এন্টিসিপেটরি একশন ‘র ধারণাটি বেশ অভিনব। এছাড়াও টেকনিক্যাল ডিভাইসের মাধ্যমে পূর্ব সংকেত পাওয়ার বিষয়টি নিঃসন্দেহে চমৎকার সংযোজন। এটি পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা আনয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করি। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৪ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার