শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতারক আব্দুল বাতেনের কবল থেকে নিঃস্ব ওয়াহিদ ইলেকট্রিশিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে রক্ষায় প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন থানচিতে এলজিইডির সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ সাইকেল চালিয়ে ২৫০০ ফুট উঁচু ডিম পাহাড় জয় দুই তরুণের সরকার পতনের পর চট্টগ্রামে মাদকের রাজত্ব! চট্টগ্রামে ‘মব জাস্টিস’ বিতর্ক: সুপারশপে লুটপাট, কর্মচারীদের মারধর, প্রশ্নের মুখে আইনি শাসন চট্টগ্রাম মেডিকেল ঘিরে ফের সক্রিয় এম্বুলেন্স সিন্ডিকেট 🛑 চাক্তাইয়ের ছায়ামানব: ইসলামি ছদ্মবেশে গড়ে উঠেছে কালো টাকার সাম্রাজ্য চট্টগ্রামে ভুতুড়ে ফ্ল্যাটে অবৈধ অপারেশন থিয়েটার সুদ-জুয়ার টাকায় রাজনৈতিক পালাবদলের নাটক মঞ্চস্থ করছেন চট্টগ্রামের মিন্টু আহমেদ কালোজিরা: প্রাকৃতিক স্বাস্থ্যরক্ষায় এক নির্ভরযোগ্য বীজ
নোটিশ
চট্টলা মর্নিং নিউজে আপনাকে স্বাগতম, আমাদের পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

চট্টলা পরিবহনের মানিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সংবাদ দাতা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৬ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ

দেশে চাঁদাবাজির সবচেয়ে বড় খাত পরিবহন। প্রতিদিন এ সেক্টরে শত ককা চাঁদা আদায় হয়। সড়ক-মহাসড়কে আগে গাড়ি আটকে তোলা হতো চাঁদা। এখন পাল্টেছে ধরন। গাড়ি ছাড়ার সময়ই নির্ধারিত স্থানে অনেকটা গোপনে গুঁজে দেয়া হচ্ছে চাঁদার টাকা।

চট্টগ্রামের নগরের গুরুত্বপূর্ণ সড়ক নতুন ব্রীজ -নিউমার্কেট-অলংকারের।যেই সড়ক দিয়ে দিনে চলাচল করে প্রায় ৩ লক্ষ মানুষ। আর যাতায়াতের জন্য এই সকল মানুষ বেছে নেয় টেম্পু কিংবা ত্রী হুইলারের মত ছোট ছোট যানবাহনগুলোকে। আর একেই ঘিরে জমে উঠেছে চাঁদাবাজির বানিজ্য।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতন হলেও দেশে এখনো বন্ধ হয়নি পরিবহন বানিজ্য। হাতবদল হয়ে বানিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে দিন দিন বেড়েই চলেছে পরিবহন নিয়ে চাঁদাবাজি। 

নতুন ব্রীজ চত্বর হতে অলংকার পর্যন্ত চট্টলা পরিবহন এর ব্যনারে চলাচল করে চার চাকার পরিবহন। বিআরটিএর তথ্য মতে,এই রুটে গাড়ি চলাচল করে প্রায় ৫৪ টি।আর সেখান থেকে দৈনিক প্রতি গাড়ি থেকে উত্তোলোন করা হয় ২০০ টাকা। হিসাব করে দেখা যায় যার পরিমাণ মাসে গিয়ে দাড়ায় ৩ লাখ ২৩ হাজার টাকা,বছরে যার পরিমাণ ৩৮ লাখ টাকা।আর এসব চাঁদা নিজ হাত আদায় করেন কথিত চাঁদাবাজ মানিক।

খবর নিয়ে জানা যায়, কথিত মালিক পরিচয়দানকারী মানিক নামের এক ব্যক্তি দৈনিক স্থানীয় থানা ও ফাঁড়ির নাম ভাঙিয়ে এই টাকা উত্তোলন করেন।আর তাকে সহযোগিতা করেন নামসর্বস্ব সংগঠন চট্টলা চাকার সাধারণ সম্পাদক রায়হান ও সহ সভাপতি মিজান।

সরেজমিনে নতুন ব্রীজ এলাকায় গিয়ে হাতেনাতে ধরা পরে এই মানিকের চাঁদাবাজির চিত্র।আর তাকে এসব বিষয়ে প্রশ্ন করলে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান তিনি।

এসব বিষয় নিয়ে স্থানীয় থানার অফিসার ইনচার্জকে ফোন করলে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে স্পষ্ট হুশিয়ারী দিয়ে বলেন এধরণের প্রমান মিললে আমরা অবশ্যই ব্যবস্থা নিব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
চট্টলা মর্নিং এর সকল স্বত্ব © ২০২৩-২০২৪ সংরক্ষিত
কারিগরি সহযোগিতায় ইনো. আইটি বাজার