সিএমপি প্রতিষ্ঠলগ্ন থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে ঃ আইজিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেছেন, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগরী ও অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। প্রতিষ্ঠার শুরু থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ বন্দরনগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপ্রতিষ্ঠায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। ৪ ফেব্রুয়ারী রবিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আয়োজিত সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ কথা বলেন। তিনি বলেন, অপরাধ দমন ও নিয়ন্ত্রণের পাশাপাশি জঙ্গি, মাদক ও সাইবার ক্রাইমের বিরুদ্ধে সিএমপির জোরালো তৎপরতা সর্বত্র ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি থানায় স্থাপন করা হয়েছে নারী,শিশু, ববয়স্ক ও প্রতিবন্ধী সার্বিস ডেস্ক, যার মাধ্যমে সেবা নিচ্ছেন দেশের অনেক মানুষ। সিএমপি কর্তৃক ই ট্রাফিকিং প্রসেকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেম প্রবর্তন, আমার গাড়ি নিরাপদ অ্যাপ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তিনি সিএমপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজনের সার্বিক সাফল্য ও সার্থকতা কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘রূলকল্প-২৪’ বাস্তবায়ন তথা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিরন্তর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। বন্দরনগরীর জনগণের আস্থার প্রতীক হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তার অসামান্য স্বাক্ষর রাখবে বলে আমার দৃড় প্রত্যাশা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ মুসাররাত চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম -৬ (রাউজান) এর সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীসহ পুলিশ এর উর্ধতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply