চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারে গত ২৮ জুন বৃহস্পতিবার রাত ২টার দিকে রেজওয়ান কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। মার্কেটির প্রথম ও দ্বিতীয় তলায় মোবাইল এক্সোসরিজ, তৃতীয় তলা থেকে অফিস, গুদাম ও মেস ছিল, এরপর আগুন ছড়িয়ে পড়ে মোহাম্মদিয়া প্লাজায়।
একদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,অন্য দিকে দোকানের মালামাল লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে, আগুনে দোকান ভষ্মীভূত হওয়ার সময় লুটপাট করে রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামসহ তার বাহিনী।ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় দোকান নিয়ে সবাই ব্যস্ত থাকলে সেই সুবাধে মালামাল লুটপাট করে বলে অভিযোগ তুলে রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের বিরুদ্ধে আদালতে মামলা করেন রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী জিতু কুন্ডু।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলা করেন রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী জিতু কুন্ডু। আদালত মামলাটি গ্রহণ করে শিল্প পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।মামলায় রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী নেতা মো. আবুল কালামসহ আরও ৪০-৪৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাতে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ৪০-৪৫ জন লাঠিসোঁটা, রামদা নিয়ে তিনটি গোডাউন ও ২টি বড় দোকানে ভাঙচুর ও মালামাল লুট করে। দোকানদার তাদের বাধা দিতে গেলে তাদের মারধর করে।
মামলার এজাহারে বলা হয়- কামাল মিয়ার দোকান থেকে ২০ বস্তা চিনি, মটর ১০ বস্তা, ১০ বস্তা মসুর ডাল, চনার ডাল ১০ বস্তাসহ মোট ১৩ লাখ ৬০ হাজার টাকরা মালামাল লুট করা হয়। মামলার বাদী জিতু কুন্ডুর দোকান থেকে ৫ বস্তা চিনি, মসুর ডাল ৬ বস্তা ও চালের বস্তাসহ ৬ লাখ টাকার বেশি মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী জিতু কুণ্ডু জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জায়গা জবর দখল করে নেওয়ার চেষ্টা করছিল। যেদিন আগুন লাগে তারা সেই সুযোগ টা কাজে লাগিয়ে, দোকানগুলো ভাঙচুর ও লুটপাট করেছে জায়গাটি খালি করার জন্য। আগুনে দোকান ভষ্মীভূত হওয়ার সময় রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী নেতা আবুল কালামসহ আরও ৪০-৪৫ জন মিলে লুটপাট চালিয়েছে।বিষটি নিয়ে আমি আদালতে মামলা করি,আদালত মামলাটি গ্রহণ করে শিল্প পুলিশকে তদন্ত করার আদেশ দিয়েছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ