চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় কলাবাগিচা খালে মিলো অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ।
আজ সোমবার বিকাল ৫ টায় পাথরঘাটা শুটকিপট্টির পাশে কলাবাগিচা খালে অজ্ঞাতনামা সেই যুবকের লাশটি ডুবন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগির।
তিনি জানান, শুটকিপট্টি কলাবাগিচা খালে একজন অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ পাওয়া গেছে। স্থানীয়রা নালা থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর আমরা পুলিশের কাছে লাশটি হস্তান্ত করি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ