চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ৯টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালক জানান,চট্টগ্রামের আকবরশাহ এলাকায় রাস্তায় একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। রাত ৯টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কে বা কারা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে কোন হতা-হতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়,
২নং গেইট টেকনিক্যাল মোড়।
ইমেইল- news@chattalamorning.com
এটি চট্টলা মর্নিং এর ইপেপার সংস্করণ